কক্সবাজরের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের ৬ নং ওয়ার্ড যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার ( ২৬ নভেম্বর) ইউনিয়ন যুবদলের উদ্যোগে ৬নং ওয়ার্ড নাপিতখালী দক্ষিণ পাড়া এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ইউনিয়ন যুবদলের আহবায়ক আজমগীরের সভাপতিত্বে, টৈটং ইউনিয়ন যুবদলের সদস্য সচিব এনামুল হক এর সঞ্চলনায়, শওকত ওসমান এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পেকুয়া উপজেলার যুবদলের সহসভাপতি ও টৈটং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক শাহাদাৎ হোছাইন চৌধুরী।
প্রধান অতিথি বক্তব্যে শাহাদাৎ হোছাইন চৌধুরী বলেন, স্বৈরাচার হাসিনা গণ-অভ্যুত্থানে এদেশ থেকে পালিয়ে গেছে। কিন্তু তা দোসররা এখনও বাংলার মাটিতে আছে। তাদের ষড়যন্ত্র থেকে সবাইকে সাবধান থাকতে হবে। কোনভাবেই তাদের অনুপ্রবেশ করানো যাবে না। সালাউদ্দিন আহমেদ হাতকে শক্তিশালী করতে টৈটং ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সকল যুবদল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
ইউনিয়ন যুবদলের আহবায়ক আজমগীর বলেন,পেকুয়ার শিক্ষক আরিফ হত্যা মামলায় যার প্রকৃত জড়িত তাদের আইনের আওতায় আনা হোক আমরাও চাই। কিন্তু এই হত্যা মামলায় আমাদের সহকর্মী পেকুয়া উপজেলা যুবদলের সহ-সভাপতি শাহাদাৎ হোছাইন চৌধুরীকে ষড়যন্ত্রভাবে মিথ্যা মামলায় জড়ানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবং যুবদলের পক্ষ থেকে এই মিথ্যা মামলা থেকে শাহাদাৎতে নাম প্রত্যাহার চাই, প্রতিটি প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছেন।
আরো বলেন,মতবিনিময় সভায় নেতৃবৃন্দ যুবদল কে ঐক্যবদ্ধ হয়ে সুশৃঙ্খলভাবে এই যুবদলকে গতিশীল করার এবং পাড়া কমিটি করার তাগিদ দেন এই আহবায়ক ।
বক্তব্য রাখেন, ৬নং ওয়ার্ড শাখার ছাত্রদলের সভাপতি মোঃ মোরশেদুল ইসলাম, যুবদল নেতা ছৈয়দ নুর, নুরুল ইসলাম, ১ নং ওয়ার্ড যুবদল নেতা আব্দুল খালেক সহ ৬নং বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।