রেজাউল করিম, পেকুয়াঃ কক্সবাজারের পেকুয়ায় ডাক্তারের ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর ঘটনায় ৪জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত ১০ সেপ্টেম্বর পেকুয়া বাজারস্থ ফোরকান হাসপাতালে এ ঘটনাটি ঘটে। আজ মঙ্গলবার চকরিয়া সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রট আদালতে ভুক্তভোগীর স্বামী গিয়াস উদ্দিন বাদী হয়ে এ মামলাটি দায়ের করা হয়।
এ মামলার আসামিরা হলেন, পেকুয়া ফোরকান হাসপাতালের আবাসিক গাইনি মেডিকেল অফিসার ডাঃ উম্মে হাবিবা(২৮), হাসপাতালের ম্যানিজিং ডিরেক্টর ফোরকান উদ্দিন (৩৭), আবাসিক মেডিকেল অফিসার ডাঃ গালিব (৪০) এবং নার্স রীণা রানঈ সুশীল।
তথ্য সংগ্রহ আরও জানা গেছে, সরকারি জায়গা দখল করে অবৈধভাবে নির্মাণ করা হয় এ হাসপাতাল।ফোরকান হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর মোঃ ফোরকান দীর্ঘদিন ধরে ‘ফোরকান মেডিকো’ নামের একটি ফার্মেসী পরিচালনা করে আসছেন। তখন থেকেই তাঁর বিরুদ্ধে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগ রয়েছে। এ নিয়ে তাকে বেশ কয়েকবার জরিমানাও গুনতে হয়েছে। সম্প্রতি সিভিলসার্জনের অনুমোদন ছাড়াই এ ফার্মেসীকে হাসপাতালে রুপান্তরিত করেন মো. ফোরকান। বিভিন্ন দপ্তরে দৌড়াদৌড়ি করেও মেলিনি অনুমোদন। বলতে গেলে অবৈধভাবেই কার্যক্রম চলছে এ হাসপাতালের। এ অবৈধ হাসপাতাল বন্ধ করতে সিভিলসার্জন ও সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করেন এলাকার সচেতন মহল।
প্রত্যক্ষদর্শীরা জানান, কোন ধরনের অনুমোদন ছাড়াই চলছে ফোরকান হাসপাতাল নামের এ বেসরকারি ক্লিনিকটি। পেকুয়ার প্রধান বানিজ্যিক কেন্দ্র আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজারস্থ এ ক্লিনিকটি নিয়মনীতির তোয়াক্কা না করে অবৈধ পন্থায় চালানো হচ্ছে। সেবার নামে হয়রানির শিকার হচ্ছেন বিভিন্ন প্রান্ত থেকে আগত সেবাগ্রহীতা সেবাপ্রার্থীরা। টেস্ট দেওয়ার নাম করে চলছে গলাকাটা বানিজ্য।
এবিষয়ে জানতে পেকুয়া ফোরকান হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর মোঃ ফোরকানের সাথে যোগাযোগ করার জন্য তাঁর মোবাইল ফোনে একাধিক বার কল করেও সংযোগ পাওয়া যায়নি।
পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মজিবুর রহমান বলেন, নবজাতক শিশুর মৃত্যুর বিষয়টি শুনেছি। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি আমরা।এটার তদন্ত করে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।