• শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৯:৪৩ অপরাহ্ন

তানোরে একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও জুলাই-আগস্টে শহীদদের স্মরণে সভা অনুষ্ঠিত!

জাকির হোসেন (টুটুল) / ৪২ Time View
Update : বুধবার, ১ জানুয়ারি, ২০২৫

জাকির হোসেন- টুটুলঃ রাজশাহীর তানোর উপজেলায় রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে সকল শহীদ বীর মুক্তিযোদ্ধা ও ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

তানোর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক; মিজানুর রহমান মিজান এর সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মির্জা আব্দুস সালাম, তানোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসতুরা আমিনা, এবং তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান (মিজান)।

স্মরণ সভায় আরও উপস্থিত ছিলেন: সাবেক তানোর পৌর মেয়র ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, মিজানুর রহমান -মিজান, তানোর উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি)র’ আহ্বায়ক; আখেরুজ্জামান হান্নান, তানোর পৌর বিএনপির আহ্বায়ক: একরাম আলী মোল্লা, তানোর উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব, শরিফ উদ্দিন মুন্সী এবং তানোর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক, তোফাজ্জল হোসেন (তোফা)।

আরোও উপস্থিত ছিলেন; তানোর রিপোর্টার্স ক্লাবের সভাপতি; বকুল হোসেন মাস্টার।
এছাড়াও অনুষ্ঠানে তানোর উপজেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় অতিথিবৃন্দ দেশের জন্য শহীদদের আত্মত্যাগ এবং গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ ভূমিকা স্মরণ করেন। এবং সমাজ ও রাষ্ট্রের কল্যাণে যুব-সমাজের সচেতনতার ভূমিকা নিয়ে আলোচনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd