তানোর থেকে; জাকির হোসেন – টুটুলঃ রাজশাহীর তানোরে ডাঃ মিজানুর রহমানের উদ্যোগে বিনামুল্য চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ আয়োজন করা হয়েছে।
জানা গেছে, ২৭ অক্টোবর (রোববার) ডাঃ মিজানুর রহমানের উদ্যোগে তানোর পৌরসভা উচ্চবিদ্যালয় চত্ত্বরে দিনব্যাপী আয়োজিত বিনামুল্যে চিকিৎসা ক্যাম্প, রক্ত পরীক্ষা ও ওষুধ বিতরণ কর্মসূচীর আয়োজন করা হয়।
উক্ত কর্মসুচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: বিএনপি /চেয়ারপার্সন খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; উপজেলা কৃষকদলের সদস্য সচিব, আব্দুল মালেক মন্ডল।
এসময় চিকিৎসা সেবা প্রদান করেন মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ তারিক আজিজ, গাইনি বিশেষজ্ঞ ডাঃ জিনিয়া সামস, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ মিনারুল ইসলাম, চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডাঃ আয়াতুল্লা, শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ আতিকুর রহমান প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন, হান্নান সরকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কাঁকন হাট পৌরসভা ও হাফিজুর রহমান কিয়াস, বিশিষ্ট রাজনৈতিবীদ,
তানোর, রাজশাহী।