জাকির হোসেন- টুটুল- রাজশাহী তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নে ইউপি- (বিএনপি’র) ইফতার মাহফিলে দুই-গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাঁচন্দর ইউনিয়ন (বিএনপি’র) সভাপতি, প্রভাষক মুজিবুর রহমানের সমর্থকেরা সাবেক চেয়ারম্যান মোমিন সহ, তার সমর্থকদের মারধর করে।
প্রত্যক্ষদর্শীদের মতে, গতকাল ১১ মার্চ (মঙ্গলবার) ইফতার মাহফিল অনুষ্ঠানে পাঁচন্দর ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি, প্রভাষক; মুজিবুর রহমান ও সাবেক চেয়ারম্যান মোমিনের সমর্থকদের মধ্যে পূর্ববর্তী রাজনৈতিক বিরোধের জেরধরে উত্তেজনা সৃষ্টি হয়। স্ব-স্বপক্ষীয় কর্মীদের মধ্যে কথা-কাটাকাটি ও বাগবিতান্ডব একপর্যায়ে সংঘর্ষে বেধে যায়। এসময় মোমিন ও তার সমর্থকরা প্রভাষক মুজিবুর রহমান ও তার সমর্থকদের মারধর করেন এবং প্রভাষক মুজিবুর রহমানের সমর্থকরাও মোমিন ও তার সমর্থকদের মারধর করেন।
এসময় মমিন চেয়ারম্যান এর বড়ো ভাই গানিউল ইসলাম গুরুতর আহত হয়। গুরুতর আহত গানিউল ইসলাম গনি কে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে, অবস্থার আশঙ্কা জনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কত্যবরত চিকিৎসক।
জানা গেছে আজ ১২ মার্চ (বুধবার) বিকেল ৩-০০ মিনিটে পাঁচন্দর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুমিনুল ইসলাম (মমিন) এর বড় ভাই গানিউল ইসলাম গনি, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিসিইউতে মৃত্যু মৃত্যু বরণ করেন।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে, স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য যে, দীর্ঘদিন ধরে পাঁচন্দর ইউনিয়নে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এই সংঘর্ষের মূল কারণ বলে ধারণা করা হচ্ছে। দলীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সমন্বয়ের অভাবের কারণে এধরনের ঘটনা ঘটছে বলে স্থানীয়রা মনে করছেন।
এই ঘটনায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। দলীয় শৃঙ্খলা রক্ষায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ প্রয়োজন বলে স্থানীয় নেতারা মত প্রকাশ করেছেন।