জাকির হোসেন, টুটুল- রাজশাহীর তানোর উপজেলায় অসহায় দুস্থ দরিদ্র প্রতিবন্ধীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী সেমাই, চিনি ও পোলার চাউল বিতরণ করা হয়।
২৮ মার্চ (শুক্রবার) ২৭ রমজান বিকেলে তানোর সদরে অবস্থিত আব্দুল্লাহ কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ও তানোর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উপদেষ্টা, কৃষিবিদ মামুনূর রশিদ মামুন। মূলত তারই সার্বিক সহযোগীতায় শতাধিক প্রতিবন্ধীদের মাঝে সেমাই, চিনি ও পোলার চাল বিতরণ শেষে উন্নত খাবর দিয়ে প্রতিবন্ধীদের ইফতার অনুষ্ঠিত হয়।
এসময় থানা মসজিদের পেশ ঈমাম রফিকুল ইসলাম দোয়া ও মোনাজাত করেন।
এতে প্রধান অতিথি তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিয়াকত সালমান বিশেষ কারণে উপস্থিত থাকতে না পারায়, বাংলাদেশ ছাত্রদল (তানোর উপজেলা শাখার) সাবেক সভাপতি এম এ মালেক মন্ডল প্রধান অতিথির বক্তব্য দেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর বিএনপির প্রবীন অন্যতম ত্যাগী নেতা ওমর আলী ও জেলা কৃষকদলের যুগ্ন সম্পাদক আব্দুর রশিদ।
আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, তানোর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি সাংবাদিক ইমরান হোসাইন।
তানোর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে সংস্থার এ্যাডভোকেসি ও নারী শিশু বিষয়ক সম্পাদক মোসা. সোনিয়া আক্তার সাথীর সঞ্চালনায় শতাধিক প্রতিবন্ধীদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এমন উপহার পেয়ে প্রতিবন্ধী পরিবার সন্তুষ্টি প্রকাশ করেছেন।