জাকির হোসেন, টুটুল- রাজশাহীর তানোর উপজেলার বরেন্দ্র অঞ্চলে ১৯৮৮ থেকে ২০০০ ইং সালে স্থাপিত গভীর নলকূপগুলোর বোরিং প্রায় অকেজো হয়ে পড়েছে, উঁচু বরেন্দ্র অঞ্চলের ভূগর্ভস্থ পানিরস্তর কমে যাওয়ার কারণে, গভীর নলকূপগুলোর সেচ অবকাঠামো পূর্ণ বাস্তবায়ন করে সেচ দেওয়া হচ্ছে। এছাড়াও গভীর নলকূপে পর্যাপ্ত পানি সরবরাহ না দেওয়ার কারণে পারিবারিক ভাবে স্থাপিত সাবমারসেবল পাম্পেও সেচ দিয়ে চলতি আলু চাষ মৌসুমে আলু চাষ করা হচ্ছে।
আজ ১৫- ফেব্রুয়ারী (শনিবার) সরজমিনে গিয়ে জানা গেছে, ১নং কলমা ইউনিয়নের, এনায়েতপুর মৌজার জেএল নং- ০৭ দাগ নং- ১৮৫ তে স্থাপিত গভীর নলকূপের সেচ অবকাঠামো পূর্ণ প্রকল্পের গভীর নলকূপের অপারেটর; মিঃ জগেন মার্ডির পরিচালনায় গভীর নলকূপ এলাকায় আলু চাষের জমির পরিমান, প্রায় ১শত বিঘা। প্রতি বিঘায়, সেচ খরচ প্রায় তিন হাজার টাকা হচ্ছে, এছাড়াও গভীর নলকূপগুলোতে পর্যাপ্ত পানি সরবরাহ না দেওয়ার কারণে পারিবারিক ভাবে স্থাপিত সাবমারসেবল পাম্পে সেচ নিয়ে কৃষকদের আলু চাষ করতে হচ্ছে। সাবমারসেবল পাম্পেও বিঘা প্রতি প্রায় ৩ হাজার টাকা খরচ হচ্ছে।
তানোর উপজেলার ১নং কলমা ইউনিয়ন পরিষদ ভবন কমপ্লেক্সের আশপাশের মাঠে আলু চাষিরা জমি বরাদ্দ নেওয়া বাবদ বিঘা প্রতি ১৬ হাজার টাকা ও পশ্চিম মাঠে ১৪ হাজার টাকা করে নিয়েছেন।
১৯৮৮ ইং সালে দরগা ডাঙ্গা বাজার এর পশ্চিমে ও কলমা বাজার এর উত্তর ও দক্ষিণে স্থাপিত গভীর নলকূপগুলোর বোরিং থেকে পর্যাপ্ত পরিমানে পানি উঠছে না। এছাড়াও ভূগর্ভের পানিরস্তর কমে যাওয়ার কারণে, পর্যাপ্ত পানি সরবরাহ না দিতে পারায় পারিবারিক ভাবে স্থাপিত সাবমারসেবল পাম্প থেকে সেচ দিয়ে আলু চাষ করতে হচ্ছে। সেচ অবকাঠামো পূর্ণ বাস্তবায়ন করা গভীর নলকূপগুলোতে পানির সরবরাহ কিছুটা বেড়েছে বলে চলতি মৌসুমে আলু চাষ করা সম্ভব হচ্ছে বলে জানান জগেন মার্ডি।
অপারেটর, মিঃ জগেন মার্ডি, তানোর উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কতৃপক্ষের প্রকৌশলী জামিনুর রহমানের সুদৃষ্টি কমনা করে, রাজশাহী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কতৃপক্ষের ডাইরেক্টর, জনাব আসাদুজ্জামান এর নিকট তানোর উপজেলায় বোরিং প্রায় অকেজো গভীর নলকূপগুলোর সেচ অবকাঠামো পূর্ণ-স্থাপনের আবেদন করেন।
তানোর উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কতৃপক্ষের এর প্রকৌশলী জামিনুর রহমান বলেন: তানোর উপজেলায় স্থাপিত গভীর নলকূপগুলোর মধ্যে যেসব গভীর নলকূপের বোরিং প্রায় অকেজো হয়ে গেছে সইসব গভীর নলকূপগুলো সেচ অবকাঠামো পূর্ণ প্রকল্পের আওতায় প্রতিস্থাপন করা হচ্ছে। পর্যায়ক্রমে বরিং প্রায় অকেজো সবগুলো গভীর নলকূপের বরিং পুনরায় সেচ অবকাঠামোপূর্ণ- প্রকল্পের আওতায় প্রতিস্থাপন করা করা হবে।।