জাকির হোসেন- টুটুল, রাজশাহীঃ রাজশাহীর তানোরে তানোর মডেল প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। পূর্ববর্তী কমিটির দুই বছর মেয়াদ পূর্ণ হওয়ায় ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করে, সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার তানোর প্রতিনিধি: আব্দুস সবুর-কে সভাপতি এবং দৈনিক নতুন প্রভাত পত্রিকার তানোর প্রতিনিধি; সারোয়ার হোসেন-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সিনিয়র সহ-সভাপতি: আলিফ হোসেন (দৈনিক জবাবদিহি) সহ-সভাপতি: মনিরুজ্জামান মনি (দৈনিকউপচার)
যুগ্ম সম্পাদক: আবুল কাসেম বাবু (দৈনিক সূর্যের আলো)
সাংগঠনিক সম্পাদক: রাজু আহমেদ (চলমান সংবাদ) নির্বাহী সদস্য:-জুয়েল রানা (সুন্নীসমাচার) জুনাইদ আহমেদ (বাংলা মাটির নিউজ) সংগঠনের সকল সদস্যদের সম্মতিক্রমে ৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটি আগামী দুই বছর তানোর মডেল প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করতে বদ্ধপরিকর বলে আশাবাদ ব্যক্ত করেছেন ক্লাবের সদস্যরা।
সভাপতি আব্দুস সবুর এবং সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন নবগঠিত কমিটির পক্ষ থেকে বলেন, “আমরা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বজায় রেখে তানোর মডেল প্রেসক্লাবের মান উন্নয়নে কাজ করব। এলাকার সমস্যা ও সম্ভাবনার কথা গুরুত্বের সঙ্গে তুলে ধরার পাশাপাশি, সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণেও আমরা কাজ করে যাব।
তানোর মডেল প্রেসক্লাবের সদস্যরা আশা করেন, নতুন কমিটির নেতৃত্বে সংগঠন আরও সুসংগঠিত ও কার্যকর ভূমিকা রাখবে।