• বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ১০:৫৬ পূর্বাহ্ন

ধর্মমন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালেদ হোসেনের দুই দিনের কক্সবাজার সফর

সাম্প্রতিক খবর ডেস্কঃ / ১৩৫ Time View
Update : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪

ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালেদ হোসেন আগামী ১৮ অক্টোবর দুই দিনের সফরে কক্সবাজারে আসছেন। এ সফরে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং স্থানীয় আলেম-ওলামা, শিক্ষার্থী, সাংবাদিক ও শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় করবেন।

বুধবার (১৬ অক্টোবর) উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সফরের প্রথম দিন, ১৮ অক্টোবর সকাল সাড়ে ৮টায় তিনি কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন এবং সাড়ে ৯টায় কক্সবাজার সার্কিট হাউসে অবস্থান নেবেন। ১১টায় তিনি কক্সবাজারে নির্মাণাধীন জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করবেন এবং সাড়ে ১১টায় ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার জেলা কার্যালয় পরিদর্শন করবেন।

এরপর দুপুর ১২টায় তিনি বদর মোকাম জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করবেন এবং দুপুর ২টায় বায়তুশ শরফ কমপ্লেক্সে মসজিদের শুভ উদ্বোধনে অংশ নেবেন। বিকাল সাড়ে ৩টায় তিনি কক্সবাজার জেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন।

বিকাল ৫টায় রামুতে জামিয়া দারুল উলুম চাকমারকুল মাদরাসার শিক্ষক-ছাত্র ও আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় করবেন এবং রামু সরকারি কলেজ মসজিদ পরিদর্শন করবেন। ওইদিন তিনি কক্সবাজার সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন।

পরের দিন, ১৯ অক্টোবর সকালে ৮টায় তিনি চকরিয়ার উদ্দেশ্যে যাত্রা করবেন। সাড়ে ৯টায় ফাসিয়াখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ ও চেক বিতরণ করবেন। এরপর সাড়ে ১০টায় তিনি চকরিয়া সদর চিরিংগাস্থ গ্রামার স্কুলের পাঠাগার উদ্বোধন করবেন এবং ১১টায় চকরিয়ার আলেম-ওলামাদের সাথে মতবিনিময় সভায় যোগ দেবেন।

সফরের শেষ পর্বে, সাড়ে ১২টায় তিনি পেকুয়াস্থ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ ও চেক বিতরণ করবেন। দুপুর ১টায় মাওলানা কাসেম সাহেবের সাথে সাক্ষাৎ এবং দেড়টায় বড়ইতলী ফয়জুল উলুম মাদরাসার শিক্ষক-ছাত্রদের সাথে মতবিনিময় করবেন। বিকাল সাড়ে ৪টায় চকরিয়ার হারবাং এ একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দেবেন এবং রাতে ডা. আবদুল হালিম সাহেবের সাথে সাক্ষাৎ শেষে তিনি বান্দরবানের উদ্দেশ্যে রওনা দিবেন। – টিটিএন ডেস্ক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd