• রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ০১:১৫ অপরাহ্ন

নরসিংদীতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

নরসিংদী জেলা প্রতিনিধিঃ / ১৬০ Time View
Update : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

নরসিংদী জেলা প্রতিনিধিঃ বিডিআর সদস্যদের সকল প্রকার সুযোগ সুবিধাসহ চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন কর্মসূচি ও জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি দিয়েছেন নরসিংদী জেলার চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবার।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে নরসিংদী জেলা বিডিআর কল্যাণ পরিষদ এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, ২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ডে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জনের হত্যার ঘটনায় তৎকালীন সরকার বিচারের নামে আলামত ধ্বংস করেছে। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনাকে তথাকথিত বিদ্রোহ সংজ্ঞায়িত করে সারা দেশে ১৮ হাজার ৫২০ জন বিডিআর সদস্যকে চাকুরিচ্যুতসহ বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করে। এসব হত্যার বিচার করতে হবে। এ ঘটনায় নরসিংদী জেলা থেকে প্রায় ১৭০ জনের অধিক বিডিআর সদস্যদের চাকরিচ্যুত এবং বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। এটা ছিল সম্পূর্ণ মিথ্যা ও নাটক। আমাদেরকে চাকরিচ্যুত করে ততকালীন সরকাল একটি মহলকে খুশি করতে চেয়েছিল। আমরা প্রধান উপদেষ্টার নিকট দাবি জানাচ্ছি চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সকল প্রকার সুযোগ সুবিধাসহ চাকরিতে পুনর্বহালের করতে হবে এবং সকল সুযোগ সুবিধা দিতে হবে। এছাড়াও হাবিলদার আজিজ, হাবিলদার মনির, সিপাহী মাহবুব, নায়েক তোফায়েল, সিপাহী কামাল ফকির, নায়েক রতন কুমার দেব, নায়েক শহীদ, নায়েক রশিদ, নায়েক মানিক প্রমুখ বক্তব্য রাখেন।

পরে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর কাছে স্মারকলিপি জমা দেন চাকরিচ্যুত বিডিআর ও পরিবারের সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd