আবদুর রশিদ নাইক্ষ্যংছড়ি, বান্দরবান সংবাদদাতাঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৪০ হাজার পিস ইয়াবাসহ ০২ জনকে আটক করেছে ৩৪ বিজিবি।
গতকাল ২৫ অক্টোবর শুক্রবার বিকালে বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ ঘুমধুম বিওপি’র টহলদল সীমান্ত পিলার-৩২ হতে বাংলাদেশের অভ্যন্তরে জামালের ঘের নামক স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি টহলদল ৪০ হাজার পিস ইয়াবাসহ ০২ জনকে আটক করতে সক্ষম হয়েছে।
আটককৃত ব্যক্তিরা হলেন- নাইক্ষ্যংছড়ি উপজেলার বালুখালী হেডম্যান পাড়ার কামাল হোছনের ছেলে মোঃ রিয়াজ উদ্দিন (১৮) এবং উখিয়ার পালংখালী জুমের পাড়া গ্রামের নূর হোছাইনের ছেলে মুশফিকুর রহমান (১৮), আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানালেন ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী।