• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৮:৫৪ পূর্বাহ্ন

নাফ নদী থেকে ২০ বাংলাদেশী জেলেকে ধরে নিয়ে গেল আরকান আর্মি

সাম্প্রতিক খবর ডেস্কঃ / ১১৮ Time View
Update : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

টেকনাফের নাফ নদীর মোহনা নাইক্ষ্যংদিয়া থেকে ১৫টি ছোট কাঠের নৌকাসহ ২০ বাংলাদেশী জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি ।

মঙ্গলবার ৫ নভেম্বর সন্ধ্যায় তাদেরকে আরকান আর্মি ধরে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম। তিনি জানান, ‘আজ সন্ধ্যায় শাহপরীর দ্বীপের ২০ জেলে ১৫টির মতো নৌকা নিয়ে নাফ নদীস্থ নাইক্ষ্যং দিয়া নামক স্থানে মাছ ধরতে গেলে অস্ত্রের মুখে জিম্মি করে আরকান আর্মি তাদের মিয়ানমারে ধরে নিয়ে যায়, তারা সবাই বাংলাদেশী এবং টেকনাফের স্থানীয় বাসিন্দা। বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শাহপরীর দ্বীপ বিওপির কোম্পানি কমান্ডারকে অবগত করা হয়েছে’।

এ বিষয়ে টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিইদ্দীন আহমেদ বলেন, ‘মাছ ধরার ট্রলারসহ ২০ মাঝিমাল্লাকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি আমাদের জানানো হয়েছে। এ ঘটনায় আমরা মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি। তাদের ফেরত আনার চেষ্টা চলছে।’

এর আগে সর্বশেষ ০৯ অক্টোবর সেন্টমার্টিন দ্বীপ ও মিয়ানমার মধ্যবর্তী বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশ থেকে ৬ ট্রলারসহ ৫৮ জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমার নৌবাহিনী। তারমধ্যে মিয়ানমার নৌবাহিনীর গুলিতে একজনের মৃত্যু হয় এবং ২ জন আহত হয়। পরে ১০ অক্টোবর একজনের মরদেহ সহ দুই দফায় জেলেদের ফিরিয়ে দিয়েছিলো মিয়ানমার নৌবাহিনী। – টিটি এন ডেস্ক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd