পটিয়া( চট্টগ্রাম) প্রতিনিধিঃ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলি বর্ষণের দায়ে এক অস্ত্রধারীকে পেয়ে গনধলোলাই দিয়েছে স্থানীয় ছাত্র-জনতা।
গতকাল (মঙ্গলবার) দুুপুরে পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রে্যট আদালতে শিবির নেতার দায়ের করা মামলায় জামিন নিতে এসে ছাত্র-জনতার রোষানলে পড়ে গনপিটুনীর শিকার হয় আসামী মো. রনি (৩২)। সে পটিয়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের দক্ষিণঘাটা এলাকার শফিউল আলম প্রকাশ বাটাম মিস্ত্রির পূত্র বলে জানা যায়।
জানা গেছে, গত ৪ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংহতি জানিয়ে পটিয়া আল জামিয়া মাদ্রাসার ছাত্ররা মিছিল বের করলে এ রনি প্রকাশ্যে অস্ত্র হাতে নিয়ে মিছিলকারীদের উপর নির্বিচারে গুলি চালায়। এর আগে গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন চলাকালে পটিয়া সরকারী কলেজ গেইটের সামনে এ সন্ত্রাসী প্রকাশ্যে ছাত্রদের মিছিলে হামলা চালিয়ে ছাত্রদের আহত করে। ৫ আগস্ট হাসিনা সরকারের পতন হলে অস্ত্রধারী রনি আত্মগোপনে চলে যায়। ছাত্র আন্দোলনে সংগঠিত ঘটনায় শিবির নেতা এনামুর রশিদের দায়ের করা মামলায় সে এজাহারনামীয় আসামি ছিল। মামলার বর্ণনায়ও তাকে অস্ত্রধারী রনি হিসেবে উল্লেখ করা হয়।
উক্ত মামলায় গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় রনিসহ কয়েকজন পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করলে আদালত শুনানী শেষে রনিসহ ২২ জনের জামিন মঞ্জুর করেন। এসময় আদালতে রনির উপস্থিতির খবর পেয়ে ছাত্র-জনতা আদালতের দিকে অগ্রসর হলে রনি সেখান থেকে পালিয়ে যাওয়ার পথে পটিয়া সরকারী কলেজ মাঠে বিক্ষুব্দ শিক্ষার্থীদের রোষানলে পড়ে। এসময় ছাত্র-জনতার হাতে সে গনপিটুনীর শিকার হয়। এক পর্যায়ে ছাত্ররা তাকে পটিয়া থানা পুলিশের হাতে তুলে দেয়। পরবর্তীতে ছাত্র-জনতা আদালতে গিয়ে আইনজীবি কক্ষে বিক্ষোভ করলে আইনজীবিরা জামিনের আবেদন প্রত্যাহার করে নেয়। যার ফলে আদালতের জামিন বাতিল হয়ে যায়। পরে ওই মামলায় রনিকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে তৌকির নামের এক শিক্ষার্থী জানান, রনি চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী। আন্দোলনের শুরু থেকে এ রনি ছাত্র-জনতার উপর দফায় দফায় হামলা চালায়। এমনকি গুলি বর্ষণও করে। তার হামলায় গুরুত্বর আহত ৭ম শ্রেণীর এক শিক্ষার্থী এখনো পর্যন্ত চিকিৎসাধীন রয়েছে। গত ৪ আগষ্ট গুলি বর্ষণের ঘটনায় প্রায় অর্ধশতাধিক ছাত্র গুলিবিদ্ধ হয়।
পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রে্যট আদালতের জিআরও ফোরকান মিয়া বলেন, ছাত্র আন্দোলনে হামলার আসামি রনিসহ ২২ জন আসামি জামিন চাইলে ছাত্রদের বিক্ষোভের কারণে আইনজীবীরা জামিন আবেদন প্রত্যাহার করে নেন। ফলে প্রত্যেকের জামিন বাতিল হয়।