পটিয়া প্রতিনিধিঃ চট্রগ্রামের পটিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে আপত্তিকর পোস্ট দিয়ে মানহানি করার অভিযোগে পটিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে খোরশেদ আলম নামে এক ব্যাক্তি গতকাল একটি মামলা দায়ের করেছেন। এতে তিনি মনির হাসান প্রকাশ মিটু (৩৮) সহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ আনেন বলে সূত্রে প্রকাশ।
জানা যায়, পটিয়া উপজেলার নাইখাইন গ্রামের সিরাজ মুন্সির বাড়ির মো: মুছার পুত্র খোরশেদ আলমের সাথে দীর্ঘদিন যাবৎ নানা বিষয় নিয়ে বিরোধ চলছে। এর জের ধরে খোরশেদ আলম অভিযোগ করেন মনির হাসান প্রকাশ মিটু, সাইফুল হাসান টিটু, জাহাঙ্গীর আলম, আসিফ সহ আরো ২ জন নানা ভাবে তাকে হুমকি প্রদর্শন ও ফেইসবুকে কুরুচিপূর্ণ ও আপত্তিকর পোস্ট দিয়ে তার মানহানি করার অপচেষ্টা চালায়।
এতে তিনি প্রতিকার চেয়ে পটিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সি আর মামলা নং ৬০৪/২০২৪ ইং দায়ের করেন।
বিজ্ঞ আদালত মামলাটি গ্রহন করে পটিয়া থানার ওসিকে নির্দেশ প্রদান করেন বলে
বাদী পক্ষের আইনজীবী জসিম উদ্দিন নিশ্চিত করেন। বর্তমানে খোরশেদ আলম সওদাগরের পরিবার প্রতিপক্ষের হুমকি ধামকি ভয়ভীতি প্রদর্শনের কারণে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে তিনি জানান। সে এ ব্যাপারে উর্ধতন পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।