পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:-পটিয়ায় গন্ধর্ব সংগীত বিদ্যালয়ের উচ্চংগ সংগীত সনদপত্র প্রদান অনুষ্ঠান গত ২৮ ফেব্রুয়ারী পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তন সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন সংগঠনের উপদেষ্টা ও চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সমর কান্তি বিশ্বাস। মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সুচনা করে এতে বিশেষ অতিথি ছিলেন পটিয়ার বরেণ্য শিল্পী অনুপম বডুয়া, গীটার শিল্পী, সমির ধর, কনক বডুয়া, শিল্পী প্রমোদ চৌধুরী প্রমুখ। বিদ্যালয়ের পরিচালক ও প্রশিক্ষক ওস্তাদ পুলক ভট্টাচার্য ও দেবজিৎ চৌধুরী দেবু এর সুনির্দিষ্ট নির্দেশনায় সংগীত পরিবেশন করেন যথাক্রমে ইস্পিতা, রিতিকা, ঐশ্বর্য ও দিয়া এবং তবলার লহরায় মুগ্ধ করে পুতুল, দীপ্ত সহ আরো অনেকে। অনুষ্ঠান পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের সংগীত বিভাগের ছাএী, ঐন্দ্রিলা শর্মা দিয়া,শাস্রীয় সংগীতের মুচ্ছর্নায় দর্শক শ্রোতারা পরিপূর্ণ মুগ্ধ করে তুলে। এতে অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে সনদ প্রদান করেন অতিথি বৃন্দ।