• বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৫:৪৭ পূর্বাহ্ন

পটিয়ায় জাতীয় তামাক মুক্ত দিবস পালন তামাক ব্যবসা থেকে সরকারের অংশীদারিত্ব প্রত্যাহারের দাবি

সেলিম চৌধুরী, পটিয়া চট্টগ্রামঃ / ১৬৮ Time View
Update : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

সেলিম চৌধুরী স্টাফ রিপোর্টারঃ জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক ব্যবসা থেকে সরকারের অংশীদারিত্ব প্রত্যাহার করা হোক” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পটিয়ায় ‘জাতীয় বিশ্ব তামাক মুক্ত দিবস’ পালন করা হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ তামাক বিরোধী জোটের সহযোগিতায় এবং পটিয়া বেসরকারি সংস্থা তাড়না ট্রাস্টের উদ্যোগে ট্রাস্ট মিলনায়তনে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।

তাড়না ট্রাস্টের নির্বাহী পরিচালক মোহাম্মদ সোলায়মানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পটিয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও ‘পটিয়ার ইতিহাস-ঐতিহ্য’ গ্রন্থের লেখক এস এম এ কে জাহাঙ্গীর, বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি আবদুর রাজ্জাক। বক্তব্য রাখেন ট্রাস্টের প্রোগ্রাম অফিসার আমির হোসেন, বিউটি চৌধুরী, সুপার ভাইজার সজিব কুমার বিশ্বাস প্রমূখ।

সভায় বক্তারা বলেন, বিশ্বের প্রতিরোধ যোগ্য মৃত্যুর অন্যতম প্রধান কারণ তামাক। বাংলাদেশ তামাক ব্যবহার জনিত কারণে আক্রান্ত হয়ে বছরে এক লক্ষ ৬১ হাজারের অধিক মানুষ অকালে মৃত্যুবরণ করে। পাশাপাশি পঙ্গুত্ববরণ করে অসংখ্যা লোক। তাছাড়া কিছু কিছু শিশু-কিশোর থেকে এক শ্রেণির মানুষ তামাক বা ধুমপান যুক্ত হয়ে পর্যায়ক্রমে নানা অপরাধে জড়িত হচ্ছে।

সভায় বক্তারা আরও বলেন, জনস্বাস্থ্যের জন্য মারাত্বক ক্ষতিকারক এবং নানা অপরাধ থেকে মুক্ত থাকার জন্য জনগণকে সচেতন করে গড়ে তুলতে হবে। এ জন্য জনস্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি মোকাবেলায় তামাক ব্যবসা থেকে সরকারের অংশীদারিত্ব প্রত্যাহারের পাশাপাশি তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে গুরুত্ব দেয়ার জন্য জোর দাবি জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd