সেলিম চৌধুরী, পটিয়া চট্টগ্রামঃ বিশ্ব অলি শাহেনশাহ্ হযরত জিয়াউল হক মাইজভা-ারী (ক.) এর ৩৬ তম বার্ষিক ওরশ শরীফ ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পটিয়ায় এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) মাইজভা-ারী গাউসিয়া হক কমিটি পটিয়া উপজেলার সাংগঠনিক সমন্বয়কারী ও শাখা কমিটি সমূহের উদ্যোগে আয়োজিত র্যালীটি পটিয়া বাইপাস সড়ক চত্বর থেকে শুরু হয়ে পৌরসদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এ. এস. রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে শেষ হয়।র্যালী শেষে এক সমাবেশ পটিয়া উপজেলার সাংগঠনিক সমন্বয়কারী মফিজ উদ্দীন এর সভাপতিত্বে ও সাংগঠনিক সমন্বয়কারীর আলী আকবর সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সাবেক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি ড. প্রফেসর বোরহান উদ্দীন, প্রধান বক্তা ছিলেন মাইজভান্ডারী লেখক ও গবেষক আবু মনসুর খাঁন, বক্তব্য রাখেন পটিয়া পৌরসভার সাবেক মেয়র ও বি,এন,পি’র আহবায়ক নুরুল ইসলাম, বি,এন,পি নেতা মোজাম্মেল হক, সাবেক পৌর কাউন্সিলর ইঞ্জিনিয়ার রূপক কুমার সেন, গোফরান রানা, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ডা. এমদাদুল হাসান, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটির কেন্দ্রীয় সদস্য নাসির উদ্দীন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক আলী হোসেন, নলান্ধা গরীবে নেওয়াজ দরবার শরীফের সাজ্জাদানশীন সাখাওয়াত হোসেন গরিবী, পটিয়ার সমন্বয়কারী জাফরুল ইসলাম, জয়নাল আবেদীন আঙ্গুর, আবদুর রহিম, ওমর ফারুক চৌধুরী, মোশারফ হোসেন বাবু, শহীদুল ইসলাম, ছৈয়দ বাহারুল আলম মাষ্টার। অনুষ্ঠান সঞ্চালনা করেন আলী আকবর সিকদার।
এতে প্রধান অতিথি বলেন শাহেনশাহ জিয়াউল হক মাইজভা-ারী একজন প্রকৃত অলি, যুগে যুগে অলি বুজুর্গদের পৃথিবীতে পদার্পনের ফলে আল্লাহ ও রাসূলের দ্বীন কায়েম করতে তারা ভূমিকা রেখেছেন। অলি বূজূর্গদের শ্রদ্ধা ও ভক্তিতে নবী, রাসূল ও আল্লাহর ভালবাসা অর্জন করা সম্ভব।