১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে পটিয়ায় বিএনপি ও অঙ্গসংঠনের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য বিজয় র্যালী সফল করতে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে বায়তুশ শরফ আদর্শ দাখিল মাদ্রাসায় আগামীকাল ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বিজয় দিবসের বর্ণাঢ্য র্যালী সফল করতে আয়োজিত এক প্রস্ততি সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও পটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়া।
এসময় তিনি, আগামীকাল সোমবার ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস পটিয়া উপলক্ষে উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সকাল ১০টায় ইন্দ্রপুলস্থ বায়তুশ শরফ মাদ্রাসা সম্মুখ থেকে বর্ণাঢ্য বিজয় র্যালী সফল করতে সর্বস্তরের জনগণকে অংশ গ্রহণের জন্য তিনি অনুরোধ জানান। এসময় তিনি ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
এ উপলক্ষে প্রস্তুতি সভা উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি এস এম সুমন এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, সাবেক সহ সভাপতি কলিম উল্লাহ চৌধুরী, সাবেক সিনিয়র যুগ্ন সম্পাদক নাছির উদ্দিন, বিএনপি নেতা আবু জাফর চৌধুরী, জাফর আহমদ ফারুকী, নুরুল আমিন মধু, মোহাম্মদ শওকত, শাহ্ আলম, মো: নাজমুন, মাহবুব আলম মেম্বার, মোহাম্মদ মামুন, মো: শাহজাহান মধু, শফিকুল আলম, মো: ফারুক, মামুন শিকদার, মঈন উদ্দিন, আক্তার হোসেন, এম এ রুবেল, মামুনুর রশীদ খুলু প্রমূখ।