সেলিম চৌধুরী- পটিয়া পৌরসভা ৬ নং ওয়ার্ড দক্ষিণঘাটা এলাকায় মুক্ত কন্ঠ স্পোটিং ক্লাবের উদ্যােগে বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল বশর স্মৃতি অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ২০ ফেব্রুয়ারী রাতে অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলায় প্রতিধন্ধিতা করেন মকবুল শাহ একাদশ বনাম গ্র্যান্ড সুলতান ফুটবল একাদশ।
ফাইনাল খেলায় নিদিষ্ট টাইম পেরিয়ে গেলে ট্রাইবেকারে ২-০ গোলে গ্র্যান্ড সুলতান ফুটবল একাদশকে পরাজিত করে মকবুল শাহ একাদশ চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।
এ উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাবসায়ী ও সমাজ সেবক মোহাম্মদ লোকমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও সাবেক পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা আলহাজ্ব ইদ্রিস মিয়া, প্রধান বক্তা ছিলেন সংযুক্ত আরব আমিরাত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আবদুস সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি সমাজ সেবক হাজী আবুল বশর, বিশেষ অতিথি ছিলেন পটিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র আমির হোসেন, বক্তব্য রাখেন কচুয়াই ইউপি সাবেক মেম্বার বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক হাজী মোহাম্মদ সেলিম, পটিয়া উপজেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম খোকন, বিএনপি নেতা এস এম সুমন, সাবেক ছাএনেতা এটিএম শাহাদাত ইসলাম, আবদুল বারেক, এম এ হান্নান,
জসিম উদ্দিন বাবর, মাহমুদ উল্লা, উক্ত খেলায় রেফারির দায়িত্ব পালন করেন পটিয়া ব্রাদার্স ইউনিয়নে কৃতি ফুটবলার মো: সেলিম তাকে সহযোগিতা করেন হালিম ও ছোটন।