পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি- চট্টগ্রামের পটিয়া পৌরসভা ১ নং ওয়ার্ড মীর কাসেম বাড়িতে আনোয়ারা বেগম নামে এক বৃদ্ধ মহিলার যাবতীয় পৈতৃক সম্পক্তি কৌশলে তার আপন ছোট ভাই আমানত উল্লা রেজিষ্ট্রি করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় আনোয়ারা বেগম বাদী হয়ে ছোট ভাই আমান উল্লা ও তার স্ত্রী রেহেনা বেগম এর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সুএে জানাযায়, গত ১৩ জানুয়ারি সকালে আনোয়ারা বেগমকে তার ভাই আমানত উল্লা কৌশল ঘরে ডেকে নিয়ে চা, নাস্তা, চিতল পিঠা (শয়তানের নিশ্বাস সম্বলীত দ্রব্য মিশানো খাবার) খাওয়ানো পরে পটিয়া সাবরেজিস্টার অফিসে টিপ সহি নেন বলে অভিযোগ সুএে প্রকাশ।
আনোয়ারা বেগম এর পৈতৃক সম্পক্তি প্রতাররণা পুর্বক ভিটা বাড়ি সব লিখে নেওয়ার পর বিষয়টি জানাজানি হলে আমানত উল্লা ও স্ত্রী রেহেনা সহ আনোয়ারা বেগম সহ তার পরিবারকে হত্যার হুমকি মারধর করেন অভিযোগে উল্লেখ করেন। বৃদ্ধ মহিলা আনোয়ারা আপন ছোট ভাইয়ের প্রতারণা শিকার হয়ে পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে। এনিয়ে বেশ কয়েকবার সালিশ বৈঠক হলেও কোন সুরাহা হয়নি।
সে এব্যাপারে তদন্ত সাপেক্ষে উর্ধতন পুলিশ প্রশাসনের কাছে ন্যায় বিচার প্রার্থনা করে হস্তক্ষেপ কামনা করেছেন।