পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতাঃ পটিয়া পৌর সদরের ৪নং ওয়ার্ডের ব্রাহ্মনপাড়া এলাকায় শফিকুর রহমান নামের এক ব্যক্তির সাথে একই ওয়ার্ডের মাঝের ঘাটা এলাকার রাজু নামের এক ব্যক্তির মধ্যে পূর্ব শত্রুুতার জের ধরে শফিকুর রহমানের ভাড়া বাসার ২/৩ জন ভাড়াটিয়াকে উচ্ছেদ করার অভিযোগ পাওয়া গেছে।
এব্যাপারে শফিকুর রহমানের স্ত্রী রুজি আকতার বাদী হয়ে গতকাল (বুধবার) পটিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে রুজি আকতার জানান, তার স্বামী শফিকুর রহমান ব্রাহ্মন পাড়া এলাকায় ভূমি ক্রয় করে সেখানে সেমিপাকা ঘর নির্মাণ করে বাসা ভাড়া দেয়। দীর্ঘদিন ধরে এই বাসা ভাড়ার টাকায় তাদের জীবিকা নির্বাহ হয়ে আসছে। রাজু নামের এক ব্যক্তির সাথে শফিকুর রহমানের বিরোধকে কেন্দ্র করে রাজু কিশোর কিছু উশৃংখল যুবক নিয়ে ভাড়াটিয়াদের বাসা ছেড়ে চলে যাওয়ার হুমকি দিলে গত ২৭ আগষ্ট বিকালে ২ জন ভাড়াটিয়া বাসা ছেড়ে চলে যায়। বর্তমানে রহিম নামের আরেকজন ভাড়াটিয়া চলে যাওয়ার অপেক্ষায় আছে।
গত ২১ আগষ্ট উক্ত রাজু ভাড়াটিয়াদের হুমকি দেয় যে, বাসা ছেড়ে চলে না গেলে তাদের বাসা ভাংচুর চালাবে ও মালামাল লুট করে নিয়ে যাবে। এছাড়াও রুজি আকতারের ভাবী মিনুয়ারা বেগম এর পল্লী বিদ্যুতের অফিসের সামনে বাসায় গিয়েও বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে। বর্তমানে রুজি আকতার সহ তার পরিবারের সদস্যগণ কিশোর গ্যাংদের ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগে জানান।
এব্যাপারে পটিয়া থানার ডিউটি অফিসার ও এস.আই ইসমাইল হোসেন থেকে জানতে চাইলে তিনি বলেন রুজি আকতারের একটি অভিযোগ পাওয়া গেছে তা ওসি সাহেবকে অবগত করা হয়েছে। তিনি আইনানুগ ব্যবস্থা নিবেন।