শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধি- চট্টগ্রামে পটিয়া পৌরসভা জাতীয় শ্রমিকলীগের সিনিয়র সহসভাপতি কলিমুর রহমান প্রকাশ খইল্লা'কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিএনপি নেতা মুসলেমউদ্দীন কে হত্যার প্রকাশ্যে হুমকির ঘটনায় কলিমুর রহমান কে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সুএে জানা যায়। ৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সন্ধায় বিএনপি নেতাকর্মীরা কলিমুর রহমান কে আটক করে পুলিশের কাছে সোপার্দ করে।
এর আগে দুপুরে তার ছেলে আরমান (২৮) কে বৈলতলী রোড বাসায় অভিযান চালিয়ে আটক করলেও পরে রাতে তার কাছ থেকে মুছ লেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
জানা যায়, ৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে বৈলতলী রোড়ে বিএনপি নেতা মুসলেমউদ্দীনকে প্রকাশ্যে হত্যার হুমকি মারধরের ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে এলাকায় শত শত বিএনপি নেতাকর্মী বৈলতলী রোড় কলিমুর রহমান এর বাসা ঘিরে ফেলে শ্লোগান দেন শ্রমিকলীগের আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও। ঘটনার খবর পেয়ে পটিয়া থানার এস আই মোশারফ হোসেন সহ একদল পুলিশ বাসায় অভিয়ান চালালে পুলিশের উপস্থিতিতে টের পেয়ে কলিমউদ্দিন তার বিল্ডিং এর গোপন পথ দিয়ে পালিয়ে যায় পরে সন্ধায় তাকে বিএনপি নেতা কর্মীরা আটক করে পুলিশের কাছে সোপার্দ করে।
বিগত সরকার সময় কলিম দীর্ঘদিন শ্রমিকলীগের পটিয়া পৌরসভার সিনিয়র সহসভাপতি হয়ে এলাকার অর্ধশত লোকজনকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছিল।
গতকাল বৃহস্পতিবার স্থানীয় বিএনপির সাবেক প্রচার সম্পাদক মুসলেমউদ্দীন হত্যার হুমকি মারধর করার চেষ্টা করলে স্থানীয় জনগণ ও বিএনপি নেতা কর্মীদের রোষানলে পড়েন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার অভিয়ান চালালে সে তার বিল্ডিং এর গোপন রাস্তা দিয়ে পালিয়ে যায় পরে সন্ধায় তাকে আটক করেন বলে তার হয়রানির শিকার ভুক্তভোগী মুসলেমউদ্দীন, দেলোয়ার, শহিদুল ইসলাম, আবু তালেব, আনোয়ার, আবদুর রহিম, নুর মোহাম্মদ, আবু সিদ্দিক সহ একাধিক লোকজন জানান।
বিষয়টি নিশ্চিত করেন পটিয়া থানার ওসি আবু জায়েদ মো: নাজমুন নুর জানান, কলিমুর রহমান কে আটক করা হয়েছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।