• মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৫:০৭ পূর্বাহ্ন

পটিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনময় ‘এনামুল হক এনামের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে’

Reporter Name / ১৯৮ Time View
Update : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরীঃ চট্টগ্রামের পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম বলেছেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক এনামুল হক এনাম দলের স্বার্থে রাজপথে থেকে নেতা-কর্মীদের নিয়ে লড়াই করেছেন। এখন দলের দু:সময়ে গর্তে লুকিয়ে থাকা সুবিধাবাদী চক্রটি এনামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে পটিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি (একাংশ) আয়োজিত এ মতবিনিময় সভায় এস আলমের গাড়ি কা- প্রসঙ্গে তিনি বলেন, গত ২৯ আগস্ট কালুরঘাট বিসিক শিল্প এলাকায় অবস্থিত মীর গ্রুপের প্রতিষ্ঠানে মোবাইল ফোনে একটি চক্র প্রথমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং পরবর্তীতে বিএনপির নাম দিয়ে চাঁদা দাবি করছে বলে এনামুল হক এনামকে অবহিত করেন। যদি চাঁদা না দেয়, তাহলে মীর গ্রুপের প্রতিষ্ঠানগুলোতে হামলা চালাবে বলেও হুমকি দেয়। এ কারণে এনাম সেখানে গিয়েছিল। অথচ, ওই কারখানা থেকে গাড়ি সরিয়ে নেওয়ার কথা বলে তার বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। সেখানে গাড়ি নিরাপদে পৌঁছে দেওয়ার মত কোন ঘটনা ঘটেনি। যা ওই দিনের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করলে স্পষ্ট হবে। বিএনপি নেতারা এ ঘটনার সুষ্টু তদন্ত দাবি করেছেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, পটিয়া পৌরসভা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগর, পৌরসভা বিএনপির সদস্য সচিব গাজী আবু তাহের, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফজল আহমদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক এ,কে,এম জসীম উদ্দীন, মঈনুল আলম ছোটন, শফিকুল ইসলাম, সাইফুদ্দিন আহমেদ, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম, আবদুল মাবুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুনুর রশীদ চৌধুরী, মোজাম্মেল হক চৌধুরী, আবুল বশর সওদাগর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd