চট্টগ্রাম সংবাদ দাতাঃ চট্টগ্রামের পটিয়ায় দৈনিক যুগান্তর পত্রিকার পটিয়া প্রতিনিধি ও প্রেসক্লাব সদস্য আবেদ আমিরীর অফিস ও ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ১১ টার দিকে পৌরসদরের পোস্ট অফিস মোড় এলাকার জেলা পরিষদ মার্কেটের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পটিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সাংবাদিক আবেদ আমিরী জানান, জেলা পরিষদ মার্কেটের দ্বিতীয় তলায় দুইটি দোকানে আমার অফিস ও পৃথক দুইটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। উপজেলা যুবলীগ নেতা মোহাম্মদ মহিউদ্দিন ও পৌরসভা যুবদল নেতা মহিউদ্দিনের নেতৃত্বে ৩০/৩৫ জন বহিরাগত ভাড়াটিয়া সত্রাসী দোকানে অনাধিকার প্রবেশ করে দোকানের কর্মচারীদের জিম্মি করে এবং মোবাইল ফোন কেড়ে নেয়। এরপর দোকান ও অফিস ভাঙচুর করে বিভিন্ন জিনিসপত্র বাইরে ফেলে দেয়।
জানতে চাইলে মো. মহিউদ্দিন বলেন, আবেদ আমিরী ওই দোকানগুলো ভাড়া নিয়েছিল। মুল মালিকের সাথে তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর গত ৪-৫ মাস আগে এ দোকানগুলো আমি ক্রয় করেছি। বেশ কয়েকবার তাকে দোকান ছেড়ে দেওয়ার জন্য বলা হলেও তিনি তা করেননি। দোকানের মুল মালিক এসে আমাকে দোকানের দখল বুঝিয়ে দিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জেনেছি এ দোকানগুলো নিয়ে দুই-পক্ষের মধ্যে বিরোধ ছিল। লিখিত অভিযোগ দিলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দিন দুপুরে বহিরাগত সত্রাসী নিয়ে একজন সংবাদ কর্মীর দোকান দখল করা নিয়ে সাধারণ মানুষ উদ্ধিগ্ন ক্ষোব প্রকাশ করতে দেখা যায়। এনিয়ে সাধারণ মানুষের মাঝে তিব্র প্রতিক্রিয়া শুরু হয়। আবেদ আমিরী এবিষয়ে উর্ধতন পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।