পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি- চট্টগ্রামে পটিয়ায় জাতীয় পার্টির উদ্যাগে প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু আলহাজ্ব হুসাইন মুহাম্মদ এরশাদের ৯৫ তম জন্মদিন উদযাপন করা হয়েছে।
২০ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় পটিয়ায় সংগঠনের অস্থায়ী কার্যালয় কেক কেটে এরশাদের ৯৫তম জন্মবার্ষিক উদযাপন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ডাঃ খোরশেদ আলম। দক্ষিণ জেলা জাতীয় যুব সংহতির নেতা এম ইরফান হোসেন এর সঞ্চলনায় এতে বক্তব্য রাখেন পটিয়া পৌরসভা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুচ্ছফা সওদাগর, জাপা প্রবীন জাপা’র নেতা, বালি মেম্বার, আব্দুল হক সওঃ, মোঃ আবুল কাশেম প্রমূখ।
সভায় বক্তারা বলেন, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে জাতীয় পার্টির জাতীয় পার্টি কে শক্তি শালী করার মাধ্যমে দেশবাসীকে জাতীয় পার্টি পতাকা তলে সমবেত হওয়ার আহবান জানান।