পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি- চট্টগ্রামে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নে থানামহিরা বদি মেম্বারের বাড়িতে আগুনে পুড়ে যাওয়া ৭ বসতঘরে রান্না করার সরঞ্জাম প্রদান করা হয়।
০১ জানুয়ারি বুধবার সকালে মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি বাংলাদেশ এর পক্ষে পটিয়া পৌরসভার সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ দিদারুল আলম এর অর্থয়ানে সহযোগিতা প্রদান করা হয়।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ নাসির উদ্দিন, পটিয়া উপজেলার সমন্বয়কারী মোহাম্মদ জাফর ইসলাম, পটিয়া প্রেস ক্লাব এর যুগ্ন-সম্পাদক দৈনিক জনতা দৈনিক ইনফো বাংলার সাংবাদিক সেলিম চৌধুরী, পটিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড এর সমাজ সেবক মোহাম্মদ আক্কাস,মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির থানামহিরা ওয়ার্ড শাখার সভাপতি মোহাম্মদ মনসুর আলম সহ নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় সমাজ সেবক মোহাম্মদ দিদারুল আলম বলেন, মানুষের বিপদে আপদে পাশে দাড়াতে পারলে নিজের কাছে স্বস্তি লাগে, সমাজের বিত্তশালীরা আগুনে পুড়ে যাওয়া সাত পরিবারে পাশে এগিয়ে আসার আহবান জানান।