চট্টগ্রামের পটিয়া পৌরসভার দক্ষিণ গোবিন্দারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন ও প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন শীর্ষক মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে বিদ্যালয় হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির (এডহক) ভুমিদাতা সদস্য মোহাম্মদ দিদারুল আলম।
প্রধান শিক্ষক মোহাম্মদ হারুনর রশিদ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: আবদুল মজিদ, বিশেষ অতিথি ছিলেন পটিয়া পিটিআই এর ইন্সট্রাক্টর শামীমা সুলতানা, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: আলাউদ্দীন, সমাজ সেবক কবির আহমদ মাষ্টার, বক্তব্য রাখেন স্থানীয় অভিভাবক সাইফুল ইসলাম, মোহাম্মদ আজিজ, সহকারী শিক্ষক শিরিন আকতার, জগন্নাথ চন্দ, মো: জাবেদ প্রমুখ।
অনুষ্ঠানে সমাজ সেবক দিদারুল আলম বলেন, ছেলে মেয়েদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বাবাদের চেয়ে মায়েদের ভূমিকা অপরিসীম। কারণ বাবারা নানা কাজে বাড়ির বাইরে থাকেন দিনের অধিকাংশ সময়।
এছাড়াও চাকরির কারণে অনেক বাবা নিজ বাড়িতেও থাকেন না। ফলে ছেলেমেয়েদের সার্বিক গাইডলাইনের মধ্যে রেখে থাকেন মায়েরা। ছেলেমেয়েদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে মায়েদের আরো দায়িত্বশীল হওয়ার আহবান জানিয়ে বলেন, ছেলেমেয়েরা কোথায় যায়, কি করে তা সবসময় খোঁজখবর নিতে হবে।
অনুষ্ঠিত অন্য বক্তারা বলেন, একজন শিক্ষার্থীকে সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হলে একটি মজবুত ভিত্তির প্রয়োজন। আর এই মজবুত ভিত্তিটা হচ্ছে প্রাথমিক শিক্ষা। প্রাথমিক শিক্ষাকে গুরুত্ব দিয়ে তা প্রতিষ্ঠা করার জন্য নিয়মিত শ্রেণি কার্যকমগুলোর সাথে শিক্ষকদের আন্তরিকতার পাশাপাশি মায়েদের ভূমিকা অপরীহার্য একটি বিষয়।