পটিয়ার পৌরসভার দক্ষিন গোবিন্দারখীল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নওজোয়ান চাইল্ড এম্পাওয়ারমেন্ট প্রোগ্রামের সহযোগিতায় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ নভেম্বর) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: আলাউদ্দীন।
এতে প্রধান অতিথি ছিলেন, পটিয়া পিটিআই এর ইন্সট্রাকটর শামীমা সুলতানা, বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ দিদারুল আলম। প্রধান শিক্ষক মোহাম্মদ হারুনর রশিদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক শিরিন আকতার, জগন্নাথ চন্দ, নওজোয়ানের কর্মকর্তা বিক্রম জিত মিত্র, মো: শাহাজামাল বিদ্যুৎ, কনিকা বিশ্বাস, অনজনা দত্ত ও শ্রাবনী চৌধুরী প্রমুখ।
প্রতিযোগীতায় বিভিন্ন ইভেন্টে ৪৮ জনকে পুরুষ্কার প্রদান করা হয়। এছাড়া প্রাক-প্রাথমিক শ্রেণির ৩০ জন শিশুকে সান্তনা পুরুষ্কার সহ ৩ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে শিক্ষা
সামগ্রী বিতরণ করা হয়।