পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার ভাটিখাইন বাইপাস এলাকায় জনগুরুত্বপূর্ণ ও ঘনবসতি স্থানে পটিয়া পৌরসভার ডাম্পিং ষ্টেশন নির্মাণ করে ময়লা আবর্জনা ফেলার উদ্যোগ গ্রহণ করায় স্থানীয় জনগণ বিক্ষুদ্ধ হয়েছে।
২৩ অক্ষম বুধবার প্রায় অর্ধ শতাধিক লোকের স্বাক্ষরিত একটি আবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে প্রেরণ করেছে এলাকাবাসী। অবিলম্বে পৌরসভার এ সিদ্ধান্তকে বাতিল করে গুরুত্বপূর্ণ ও ঘনবসতিপূর্ণ স্থানে ডাম্পিং ষ্টেশন নির্মাণ কাজ বন্ধ করার দাবী জানিয়েছে।
এলাকার সচেতন লোকজন ও রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এডভোকেট প্রকাশ, সমাজ সেবক আশিকুল মোস্তাফা তাইফু, রাজনীতির নেতা কাজী নাজিম, নাছির উদ্দিন ইউপি সদস্য নোমান জানিয়ে উক্ত স্থানে ভাটিখাইন মির্জা আলী লেদু শাহ্্ দাখিল মাদ্রাসার প্রবেশ মুখ, মসজিদ, মাজার, কবরস্থান ও মন্দির রয়েছে। আশ পাশের এলাকায় প্রায় ৫ হাজার লোক বসবাস করে। এছাড়া প্রতিদিন বাইপাস সড়ক দিয়ে হাজার হাজার যানবাহন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যাতায়াত করে। মহাসড়কের উপর এবং ধর্মীয় প্রতিষ্ঠান ও মাদ্রাসা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থাকায় ময়লা-আবর্জনার দুর্গন্ধে যানবাহনের যাত্রীসহ মাদ্রাসা, মসজিদ, মাজার, মন্দির ও এলাকার লোকজনের মারাত্মক ক্ষতিসাধন হবে। তাই উক্ত স্থানে ডাম্পিং ষ্টেশন নির্মাণ বন্ধের জন্য প্রশাসনের উদ্ধর্তন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে।
এব্যাপারে এলাকার সমাজ সেবক এডভোকেট প্রকাশ চক্রবর্তী, আশরাফুল ইসলাম তাইফু, কাজী নিজাম উদ্দিন জানান, পটিয়া উপজেলার ভাটিখাইন বাইপাস এলাকায় জনগুরুত্বপূর্ণ ও ঘনবসতি স্থানে পটিয়া পৌরসভার ডাম্পিং ষ্টেশন নির্মাণ করে ময়লা আবর্জনা ফেলার উদ্যোগ গ্রহণ করায় বিক্ষুদ্ধ হয়েছে এলাকার লোকজন। বিষয়টি সংশ্লিষ্ট কতৃপক্ষ জনগণের স্বার্থে অন্য জায়গায় ডাম্পিং স্টেশন করার দাবি জানান।
সুএে জানায়, ভাটিখাইন বাইপাস এলাকা অন্তর্গত মগধেশ্বরী পুজালয় সংযুক্ত ও মাদ্রাসা, মসজিদ, মাজার, কবরস্থান এবং মন্দিরসহ ঘনবসতিপূর্ণ এলাকায় পৌরসভা প্রশাসন কর্তৃক ময়লার ডাম্পিং স্টেশন করার অপচেষ্টা বন্ধকরতে এলাকাসী সংশ্লিষ্ট দফতর গুলোকে ইতিবাচক ভূমিকা রাখার আহবান জানান।
স্থানীয় অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা বাসিন্দা জনাব জাহেদুল হক জানান আমাদের গুরুত্বপূর্ণ এলাকা ভাটিখাইন মির্জা আলী শাহ্ দাখিল মাদ্রাসার সম্মুখে বাইপাস সড়কের উত্তর পাশে পটিয়া পৌরসভা কর্তৃক ময়লার ডাম্পিং স্টেশন করে ময়লা আবর্জনা ফেলার পায়তারা করিয়া আসিতেছে একটি জনধিকৃত ঘৃণিত দলের দোসসেরা। যা অত্র ঘনবসতিপূর্ণ এলাকার জন্য অত্যন্ত ক্ষতির সম্মুখিন হবে। উক্ত জায়গার পূর্ব পার্শ্বে সনাতন ধর্মাবলম্বীদের মগধেশ্বরী মন্দির এবং দক্ষিণ-পশ্চিম পার্শ্বে মাদ্রাসা, মাজার, মসজিদ, লোকনাথ মন্দিরসহ ৪টি পাড়ার প্রায় ৫ হাজার মানুষের বসবাস। উক্ত জায়গার সাথে সংযুক্ত পশ্চিমে মুসলিমদের কবরস্থান এবং লেদুশাহ মাজার বিদ্যমান আছে। তাছাড়া বাইপাস সড়ক দিয়ে প্রতিদিন প্রায় ৬/৭ হাজার গাড়ি চলাচল করে। এই অবস্থায় ঘেরা দেয়া জায়গাটির ভুমি মালিকানা জটিলতার কারণে কয়েকটি পক্ষের মধ্যেও বিভেদ চলমান আছে উক্ত জায়গাকে ঘিরে।
এমতাবস্থায়, শান্তি শৃঙ্খলা রক্ষায় ঘেরা বেড়া গুলো খোলে ফেলে জায়গার বিরোধ নিস্পত্তি ও পৌর প্রশাসন কতৃক ময়লা আবর্জনা ফেলার পায়তারা বন্ধ করতে হবে আহবান জানিয়েছেন।