পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন,দেশ কারও বাপের নয়। দেশ সবার। এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান প্রত্যকের সমান অধিকার রয়েছে, রক্তে পার্থক্য নেই।
তিনি (১২ অক্টোবর শনিবার) বিকেলে চন্দনাইশ বাসভবনে পটিয়া উপজেলা পৌরসভা এলডিপি’র নেতৃবৃন্দ সাক্ষাৎকালে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা এলডিপি’র সভাপতি মনছুর আলম, পৌর সভাপতি ইন্জিনিয়ার আবদুর রশিদ, উপজেলার সাধারণ সম্পাদক আয়ুব আলী, সহ সভাপতি মনসুর সওদাগর, সেলিম চৌধুরী, মো: শাহ আলম, গাজী আমির হোসেন, আবদুর রশিদ, মো: বেলাল, খোরশেদ আলম, জসিম, আলমগীর, কামাল প্রমুখ।
তিনি আরোও বলেন, কোনো অবস্থাতেই দেশের মানুষকে নিরাশ করা যাবে না। সরকারকে সাহায্য করার জন্য আমাদের এগিয়ে আসতে হবে। যৌথ প্রচেষ্টার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং সংস্কারের কাজ সম্পন্ন করতে হবে। তিনি এলডিপি’র সকল নেতাকর্মীদের দলকে শক্তি শালী করার আহবান জানান।