• শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৯:৪৩ অপরাহ্ন

পটিয়া ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আগামী শনিবার মুলতবী সভা

সেলিম চৌধুরী, পটিয়া চট্টগ্রামঃ / ১৭৬ Time View
Update : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

সেলিম চৌধুরী, পটিয়া চট্টগ্রামঃ দক্ষিণ চট্টগ্রামের মিনি পার্লামেন্ট খ্যাত পটিয়া ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ক্লাব মিলনায়তনে পটিয়া ক্লাব সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন ভূঞা জনীর সভাপতিত্বে অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন পদাধিকার বলে ক্লাবের কার্যকরী সদস্য ও পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর, আজীবন সদস্য মোজাম্মেল হক, ক্লাবের সাবেক অর্থ সম্পাদক অধ্যক্ষ জসীম উদ্দীন, আজীবন সদস্য ব্যাংকার আবুল হোসাইন, জয়নুল আবেদীন, মোস্তফা কবীর কিসমত, নাছির উদ্দিন প্রমূখ।

কোরাম পূর্ণ না হওয়ায় ক্লাবের গঠনতন্ত্র মোতাবেক ১৫ দিনের মধ্যে মূলতবী সভা আহবানের বিধান অনুযায়ী আগামী শনিবার মুলতবী সভা করার বিষয়ে সর্ব সম্মত সিদ্ধান্ত গ্রহন করা হয়। এতে ক্লাবের সদস্যরা বলেন, প্রতি দুই বছর অন্তর ক্লাব ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠানের বিধান থাকলে ও ২০১৬ সালের পরে অদৃশ্য কারনে ক্লাবের কোন নির্বাচন না হওয়ায় অচলাবস্থার সৃষ্টি হয়। তারা ক্লাবের এ অচলায়তন ভাঙতে সভাপতি ইউএনও আলাউদ্দিন ভূঞা জনীকে দ্রুত এডহক কমিটি গঠন করে নির্বাচনের মাধ্যমে ক্লাবের সুষ্টু পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।

এতে ইউএনও বলেন, শিল্প সাহিত্য ও সংস্কৃতি চর্চার প্রাণকেন্দ্র ছিল পটিয়া ক্লাব। তিনি পটিয়ার সাহিত্য সংস্কৃতির বিকাশ সাধনসহ ক্লাবের স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতে গঠনতন্ত্র মোতাবেক এগিয়ে যেতে সকলের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd