সেলিম চৌধুরী, পটিয়া চট্টগ্রামঃ পটিয়া পৌরসভা ৮ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় দক্ষিণ গৌবিন্দারখীল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ওয়ার্ড বিএনপির সভাপতি ফরিদ আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম সও:, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. খোরশেদ আলম।
প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব গাজী আবু তাহের, বিশেষ অতিথি ছিলেন পৌরসভা বিএনপির সি. যুগ্ন আহ্বায়ক মো. আবুল ফয়েজ, যুগ্ন আহ্বায়ক মো. ইব্রাহিম, তৌহিদুল আলম, মো. আবদুল মাবুদ, জাসাস দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, বিএনপি নেতা মফিজুর রহমান, আবদুস ছালাম, শওকত আকবর মুন্না, আবদুল কাদের, হাবিবুর রহমান রিপন, মো. মামুন, মীর সাইফু, আলমগীর আলম, আবদুল মোমেন রানা, আনোয়ার হোসেন সুমন, সাইফুল ইসলাম মুন্না, সাইফুল ইসলাম তালুকদার খোকন, সাইফুল আলম, শফিউল আলম, মো. আবছার, মো. শাকিল, মো. জাহেদ, মো. টিপু, খোকন, জিয়া বাবু প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বিএনপির দু:সময়ে যারা নেতা-কর্মীদের খোঁজ-খবর রাখেনি, দেশ ছেড়ে বিদেশে পালিয়ে গেছে পটিয়ার রাজনীতিতে তদেও কোন স্থান হবেনা। দু:সময়ের ত্যাগী নেতা-কর্মীরা ওই ধরনের সুবিধাবাদী কোন নেতার নেতৃত্ব মেনে নিবেনা। দক্ষিণ জেলা বিএনপির সাবেক সি.যুগ্ন আহ্বায়ক এনামুল হক এনামের নেতৃত্বে পটিয়ার নেতা-কর্মীরা এক এবং অভিন্ন। দলের দু;সময়ের কান্ডারী এ নেতার বিরুদ্ধে সুবিধাবাদীরা এখন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।