পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়ায় দিনদুপুরে ব্যাটারিচালিত অটো রিক্সা চুর হয়েছে। ঘটনাটি ঘটেছে ২১ অক্টোবর দুপুর দেড়টার দিকে পটিয়া পৌরসভা ৪ নং ওয়ার্ড ছন্দা সিনেমা সড়ক সোনালী ব্যাংকের সামনে।
এ ঘটনায় রিক্সা চালক সাইফুল রহমান (২৯) বাদী হয়ে পটিয়া থানায় অভিযোগ দায়ে করেছে।
পটিয়া থানার দায়েরকৃত অভিযোগ সুএে জানায় যায়, পটিয়া পৌরসভার পাইক পাড়া গ্রামের অলি চৌধুরী বাড়ির মোঃ শফিউর রহমান প্রঃ বাবুল এর পুএ সাইফুর রহমান গত ২১/১০/২৪ইং তারিখ, দুপুর অনুমান ০১:১৫ ঘটিকার সময় আমার ভাড়ায় দৈনিক ব্যাটারিচালিত বিভাটেক অটোরিক্সা গাড়িখানা পটিয়া থানাধীন পটিয়া পৌরসভা ৪নং ওয়ার্ডস্থ ছন্দা সিনেমা সংলগ্ন সোনালী ব্যাংকের সামনে রাস্তার উপর রাখিয়া দোকানে নাস্তা করিতে যাই। নাস্তা শেষে দুপুর ০২:০০ ঘটিকার সময় আমি বর্ণিত স্থানে আসিয়া দেখেন যে অজ্ঞাতনামা কে বা কাহারা উক্ত স্থানে রক্ষিত আমার ভাড়ায় ব্যাটারিচালিত বিভাটেক অটোরিক্সাখানা চুরি করিয়া নিয়া যায়।
যাহার ব্যাটারি নং- Gaston-170: TRBT- 192964, TRBT-192985, TRBT-192937, TRBT-192940, মূল্য অনুমান ১,০০,০০০/- টাকা। পরবর্তীতে আমি সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করিয়া কোথাও না পাইয়া উক্ত বিষয়ে গাড়ির মালিক মোহাম্মদ দিদারুল আলমসহস্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের বিষয়টি জানান। পরে রিক্সা চালক বাদী হয়ে পটিয়া থানায় অভিযোগ করেন।
এছাড়াও পটিয়ার সচেতন মহলের অভিযোগ করে বলেন, বেশ কিছু দিন যাবত পটিয়া পৌর এলাকা ও উপজেলার বিভিন্ন স্পটে অটো রিক্সা চুরি,মোবাইল ছিনতাই গরু চুরি বৃদ্ধি পেয়েছে। বিষয়টি পুলিশ প্রশাসন সুনজরে চুরি ছিনতাই ঝাপটাবাজদের আইনের আওতায় আনার দাবি জানান।