পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) নব নিযুক্ত বোর্ড মেম্বার হাজী নজরুল ইসলাম গতকাল পটিয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন।
এ সময় তার সাথে ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাবেক সভাপতি বদরুল খায়ের চৌধুরী, পটিয়া ক্লাবের এডহক কমিটির সদস্য সচিব পৌর বিএনপি নেতা মোজাম্মেল হক, যুবদল নেতা আনোয়ার হোসেন মিয়া,ছাত্রদল নেতা গাজী মো: মনীর, আবদুল মোমেন।
এতে সাংবাদিকদের মধ্যে মত বিনিময়ে অংশ নেন প্রেস ক্লাব সিনিয়র সহ সভাপতি আবদুর রাজ্জাক সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক আহমদ উল্লাহ।
এ সময় নব নিযুক্ত সিডিএ বোর্ড মেম্বার হাজী নজরুল ইসলাম বলেন, মানব সেবার ব্রত নিয়ে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে যুক্ত হয়েছিলাম। চেষ্টা করেছি সততা ও নিষ্টার সাথে সাংগঠনিক কাজ করতে। এ পর্যন্ত আমি দলের কাছে কখনো কিছু চায়নি। বর্তমানে মহান আল্লাহর অসীম কৃপায় আমাকে সিডিএ বোর্ড মেম্বারের মত গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণের মাধ্যমে যেভাবে মূল্যায়ন করা হয়েছে। আমি যে কোন মূল্যে সততার সাথে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করে এর প্রতিদান দেওয়ার চেষ্টা করে যাবো। এজন্য আমি সকলের কাছে দোয়া চায়। তিনি সব সময় সাংবাদিকদের পাশে থাকার অংগিকার ব্যাক্ত করেন।
এতে পটিয়া ক্লাবের এডহক কমিটি র সদস্য সচিব মোহাম্মদ মোজাম্মেল হক পটিয়ার হারানো গৌরব ও মর্যাদা ফিরিয়ে আনতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে বলে জানান। এছাড়া ও তিনি ক্লাবের সাংগঠনিক কাজ এগিয়ে নেওয়ার পাশাপাশি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে সকলের সহযোগিতা কামনা করেন।
এতে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাবেক সভাপতি বদরুল খায়ের চৌধুরী বলেন, ইতিহাস ঐতিহ্য শিল্প সাহিত্য ও সংস্কৃতিতে পটিয়া একটি অগ্রসর জনপথ ছিল। নানা কারনে এতদিন পটিয়া পিছিয়ে পড়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ চট্রগ্রামের হেড কোয়ার্টার হিসেবে পটিয়াকে গড়ে তুলতে তিনি সকলকে একযোগে কাজ করার আহবান জানান।