• বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন

পটিয়া মুজাফরাবাদ সার্বজনীন মাতৃমন্দিরে জগদ্বাএী পুজা ৫০ বছরপুর্তি উৎসবে র‍্যালি

সেলিম চৌধুরী, পটিয়া চট্টগ্রামঃ / ১১৩ Time View
Update : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

পটিয়ার মুজাফরাবাদ সার্বজনীন শ্রী শ্রী জগদ্বাএী মাতৃমন্দিরে ৮ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত পাঁচদিন ব্যাপি অষ্টপ্রহর, মহানাম সংকীর্তন ও জগ্ধাএী পুজা, ৫০ বছর পুর্তি উৎসব র‍্যালিসহ বিভিন্ন অনুষ্ঠান মালার মধ্যে দিয়ে পালন করা হয়।

গতকাল ১২ নভেম্বর মঙ্গলবার সকালে এ উপলক্ষে মন্দির প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুজা উদযাপন পরিষদের সভাপতি হারাধন মজুমদার, সাধারণ সম্পাদক শ্রী উপেন্দ্র চৌধুরীর সঞ্চলনায় এতে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রফেসর ড.তাপসী ঘোষ রায়, অর্থ সম্পাদক শ্রী প্রকাশ ঘোষ, পুজা দামাদর মাস উপলক্ষে প্রদীপ করের সঞ্চলনায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন উদ্বোধন করেন অধ্যাপক বনগোপাল চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবক দানবীর রঞ্জিত দে,সাবেক প্যানেল চেয়ারম্যান রতন সেন মেম্বার, অধিবাস কীর্তন পরিচালনা করেন শ্রীমৎ স্বরূপ( বাবাজী) প্রমুখ।

উক্ত পাঁচদিন ব্যাপি অনুষ্ঠানের মধ্যে মঙ্গল যাএা র‍্যালি ও আনুমানিক ২৫ হাজার ভক্তদের মাঝে মহাপ্রসাদ আস্বাদন করা হয়।

অনুষ্ঠানে অতিথি বৃন্দ বলেন, দুর্গা ও জগদ্ধাত্রী একি দেবীর ভিন্ন রুপ। অশুভ শক্তির বিনাশ করার জন্য নানা সময়ে মর্তে আর্বিভুত হন দেবী। কার্তিক মাসের শুক্লা নবমির পূর্ণ তিথিতে জগদ্ধাত্রী রুপে পুজিত হন দেবী। অশুভ শক্তির দমন হেতু শুভ শক্তির উদয় ঘটানোর জন্য দেবীকে আহ্বান জানানো ছাড়াও দেশ ও জাতির মঙ্গল কামনায় দেবীর কাছে প্রার্থনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd