পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ পটিয়া হাইদগাও সাতগাছিয়া দরবার শরীফ বড় মিঞা মঞ্জিলের উদ্দেগে গত ১০ রমজান পবিত্র ইফতার মাহফিল ও গেয়ারভী শরীফ বড় মিয়া মঞ্জিল শাহী ময়দানে সম্পন্ন হয়। এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে মোনাজাত পরিচালনা করেন দরবারের বর্তমান সাজ্জাদানশীন হযরত শাহছুফি মাওলানা শেখ সৈয়দ আবুল মকছুম ফরমান উল্লাহ সুলতানপুরী (মা:)। দরবারের নায়েবে সাজ্জাদানশীন শাহছুফি মাওলানা মুফতি শেখ সৈয়দ আবুল মুজতবা হুজ্জাতুল মুবাল্লীগ সুলতানপুরী (মা:) এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা হাফেজ মো: ফারুক, মাওলানা ইয়াসিন খায়েরী, মাওলানা জয়নাল আবেদীন নয়ন, আবু তৈয়ব, নুরুল ইসলাম নুরু, আমান উল্লাহ আমিরী, কানুন উদ্দিন, ইঞ্জিনিয়ার ওমর ফারক, সাকিব উদ্দিন প্রমুখ।
এছাড়াও দরবারের পক্ষ থেকে মাসব্যাপী ইফতার মাহফিলের কর্মসূচী হিসেবে গত ১৩ রমজান পটিয়া পৌরসদস্হ খুশবু ডাইন রেস্টুরেন্টে মাওলা আলী (ক:) শেরে খোদার স্মরণে অপর এক ইফতার মাহফিল নায়েবে সাজ্জাদানশীন মুফতি শেখ সৈয়দ আবুল মুজতবা হুজ্জাতুল মুবাল্লীগ সুলতানপুরী (মা:) এর ছদারতে অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রামের বিভিন্ন দরবারের আওলাদে পাকগন উপস্হিত ছিলেন। এদিকে বড় মিয়া মঞ্জিলের বিভিন্ন অংগ সংগঠনের উদ্দেগে গত ১২ রমজান পটিয়া উপজেলার বিভিন্ন জাশগায় রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়।