বগুড়ার ধুনট উপজেলায় গোপালনগর ইউনিয়ন আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে। ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ-শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা মনোগ্রাম সম্বলিত রুটিনে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নেয়ায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তার বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করেন।
বুধবার (২৭ নভেম্বর) দুপুরের পর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একরামুল হক সরকার স্বাক্ষরিত এক পত্রে গোপালনগর ইউনিয়ন আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমানকে তিন কার্যদিবসের মধ্যে জবাব চেয়ে কারণে দর্শানোর এ নোটিশ দেয়া হয়।
ইউএনও অফিস সূত্রে জানা যায়, উপজেলার গোপালনগর ইউনিয়ন আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ২৪ নভেম্বর থেকে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষার তিনদিন আগে সকল শিক্ষার্থী পরীক্ষার রুটিন সংগ্রহ করেছে। ছাপা কাগজে ওই রুটিনের ওপরে ডান পাশে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ-শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা মনোগ্রাম রয়েছে। শিক্ষার্থীরা ওই রুটিনেই প্রতিদিন পরীক্ষা দিচ্ছে।
বুধবার দুপুরের পর বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষার ওই রুটিন গণমাধ্যম কর্মীদের হাতে পৌঁছলে বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে জানানো হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেন।
এ বিষয়ে গোপালনগর ইউনিয়ন আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান জানান, অসাবধানতাবসত এই ভুল হয়েছে। এ বিষয়ে কারণ দর্শানোর নোটিশ হাতে পেয়েছি। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরে জবাব দাখিল করা হবে।
উপজেলা মাধ্যমিক কর্মকর্তা একরামুল হক সরকার জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে। জবাব সন্তোষজনক না হলে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল জানান, প্রধান শিক্ষক আতাউর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে।