পেকুয়া প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়ায় পূর্ব শত্রুতার জের ধরে পেকুয়ার একমাত্র পত্রিকা ‘পাক্ষিক পেকুয়ার’ স্টাফ রির্পোটার তোহিদুল ইসলামের পরিবারের উপর হামলা ও বসতঘরে লুটপাট চালিয়েছে একদল সন্ত্রাসী।
রবিবার বিকাল ৫ টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের উলুদিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এসময় সন্ত্রাসীদের হামলায় সংবাদকর্মী তোহিদুল ইসলামের পিতা আবদুল গণি (৬২) তার মা মমতাজ বেগম (৫০) ও তার ভাই কলেজ ছাত্র রুবেল মিয়া (১৭) গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
গুরুতর আহত আব্দুল গণি বলেন, সারাদিন রোজা রেখে যখন ইফতার করতে যাই সেই সময়ে একই এলাকার মৃত আবুল হোসেনের পুত্র আবদুল জলিল, মৃত আবুল হোসেনের পুত্র আবদু রহমান, নেছার উদ্দিন , সালাহ উদ্দিন, আছমা খাতুন সহ ৮-১০ জনের একটি দল অতর্কিত হামলা করে আমার বাড়ির মালামাল লুট করে নিয়ে যায়। এসময় তাদের বাধা দিলে আমার পরিবারের সকলের উপর হামলা করে।
জানা যায়, এসময় আহতদের উদ্ধার করতে আসলে তাদেরকেও হামলা করে এই দুবৃর্ত্তরা।
এদিকে এঘটনার নিন্দা জানিয়েছেন পেকুয়া প্রেসক্লাবের সভাপতি ও পাক্ষিক পেকুয়ার সম্পাদক ছফওয়ানুল করিম ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম. আব্দুল্লাহ আনসারী। তারা এঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করেন।
এবিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা বলেন, অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।