চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু মৃত্যু হয়েছে।
রোববার (১৩ অক্টোবর) দুপুর আনুমানিক ১২টায় উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের দক্ষিণ বড়হাতিয়া রুদ্র পাড়ায় এই ঘটনা ঘটে।
বিষয়টি দৈনিক আজাদীকে নিশ্চিত করে বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমডি জুনাইদ বলেন, শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীতে রঙ নিয়ে হোলি খেলা শেষে সকলের অগোচরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে।
নিহত শিশুটির নাম রক্তিম রুদ্র (১০)। সে ওই এলাকার রূপন রুদ্রের পুত্র ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র।
পূজার কারণে বাড়ির সবাই ব্যস্ত থাকায় শিশুটি কোন এক সময় পুকুরে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে রক্তিমকে পুকুরের পানিতে ভেসে থাকতে দেখা পান স্বজনরা। তাঁকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। - দৈনিক আজাদী