এম গোলাম রহমান, পেকুয়াঃ কক্সবাজারের পেকুয়ায় আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব পেকুয়া ইউসি'র ৫৪ তম ডিনার মিটিং, ক্লাব স্কুলিং ও আর্তিক সহায়তা দান সার্ভিস প্রোগ্রাম সম্পন্ন হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে দশটা থেকে দুপুর তিনটা পর্যন্ত পেকুয়ার ঐতিয্যবাহী ধানসিঁড়ি রেষ্টুরেন্টের হলরুমে এপেক্স ক্লাব অব পেকুয়ার ৫৪ তম ডিনার মিটিং, ক্লাব স্কুলিং ও সার্ভিস প্রোগ্রামে ঐতিহাসিক ১৯৩১ সালের ১০ মার্চ অষ্ট্রেলিয়ার জিলং শহর থেকে বিশ্বের যুব সমাজকে নৈতিক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে যুগ যুগ ধরে আদর্শ সমাজ গঠনের লক্ষ্যে এপেক্স ক্লাব নামক আন্তর্জাতিক এই সংগঠনটির ধারাবাহিক কাজের অংশ হিসেবে এপেক্স ক্লাব অব পেকুয়ায় দুই জন মাদ্রাসা শিক্ষার্থীকে আর্তিক সহায়তা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে এপেক্স ক্লাব অব পেকুয়া ইউসি'র সভাপতি এপেক্সিয়ান মু.আবদুল্লাহ এর সভাপতিত্বে, সেক্রেটারি এন্ড ডিএন এডিটর এপেক্সিয়ান এম গোলাম রহমানের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় বোর্ড়ের এ্যাকশন ডাইরেক্টর এপেক্সিয়ান প্রফেসর মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের লাইভ গর্ভণর বীর মুক্তিযোদ্ধা জবিউল হোসাইন, সাবেক জাতীয় সভাপতি এপেক্সিয়ান ইলিয়াছ জসিম, জেলা ৩ এর গর্ভণর জামাল হোসাইন, সাবেক জেলা গর্ভণর শেখ ফারভেজ, এপেক্সিয়ান ফেরদৌস সেলিম, এডভোকেট এপেক্সিয়ান এরশাদুর রহমান, সন্দীপ ক্লাবের সাবেক সভাপতি এপেক্সিয়ান নজরুল হোছাইন, এপেক্স ক্লাব অব আগ্রাবাদের সাবেক সভাপতি সারোয়ার উজ জামান, এপেক্স ক্লাব অব চকরিয়া সিটির ফার্স্ট প্রেসিডেন্ট এপেক্সিয়ান আরাফাত চৌধুরী
এসময় অন্যনাদের মধ্যে উপস্থিত ছিলেন রাজাখালী এয়ারআলী খাঁন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার জাহেদ উল্লাহ, এপেক্স ক্লাব অব পেকুয়া ইউসি'র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বিজয় টিভির পেকুয়া প্রতিনিধি এপেক্সিয়ান সাংবাদিক এম দিদারুল করিম, অর্থ বিষয়ক ও দৈনিক ইত্তেফাক পত্রিকার পেকুয়া প্রতিনিধি এপেক্সিয়ান সাংবাদিক রেজাউল করিম রেজা, সিনিয়র সদস্য এপেক্সিয়ান এডভোকেট হুমায়ুন কবির, ফৈজুন্নেছা স্কুল এন্ড কলেজের প্রভাষক এপেক্সিয়ান নুরুল আমিন, পেকুয়া আলীয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা এপেক্সিয়ান মাওলানা হাসান রব্বানী, এপেক্সিয়ান ফখরুদ্দিন রাজী, এপেক্সিয়ান সাহাব উদ্দিন, এপেক্সিয়ান মফিজুর রহমান, এপেক্সিয়ান ডাঃ সৈয়দ আবু মোসা, এপেক্সিয়ান বেলাল উদ্দিন, এপেক্সিয়ান শাহিন সোলতানা ও এপেক্সিয়ান পারভীন আক্তার প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিষয় ভিত্তিক আলোচনার প্রতিটি অংশের বিজয়ী তিনজনকে গিফট তুলে দেওয়া হয়।