গোলাম রহমান, পেকুয়া- কক্সবাজারের পেকুয়ায় জমকালো আয়োজনের মধ্যে দিয়ে আন্তর্জাতিক সেবা সংগঠনের স্বীকৃতিপ্রাপ্ত, এপেক্স বাংলাদেশের জেলা ০৩ এর আওতাভুক্ত এপেক্স ক্লাব অব পেকুয়ায় ক্লাব সার্টিফিকেট প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
গতকাল ১৫ জানুয়ারী (বুধবার) পেকুয়া'র ঐতিহ্যবাহী বারবাকিয়া জেলি কমিউনিটি সেন্টারে আয়োজিত "চ্যার্টার্ট প্রেজেন্টেশন শিরোমণি" অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
এ সময় ক্লাব সভাপতি এপেক্সিয়ান মোহাম্মদ আবদুল্লাহ ও ক্লাব সেক্রেটারি এপেক্সিয়ান এম. গোলাম রহমানের যৌথ সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এপেক্স বাংলাদেশের জাতীয় সহ-সভাপতি এপেক্সিয়ান মনিরুল ইসলাম ভূইয়া।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এল জি, পিএনপি (লাইফ গর্ভণর-ফাস্ট ন্যাশনাল প্রেসিডেন্ট) এপেক্সিয়ান বীর মুক্তিযুদ্ধা ড. জবিউল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএনপি এপেক্সিয়ান ইলিয়াস জসিম, জেলা ০৩ এর ডি জি এপেক্সিয়ান জামাল হোসেন, জেলা ০৩ আই পি ডিজি এপেক্সিয়ান শেখ আক্তারুজ্জামান ফারভেজ, পি ডিজি এপেক্সিয়ান ফেরদৌস সেলিম। পি ডিজি এপেক্সিয়ান জাকির হোসাইন, আই পি এন-আর ডি এপেক্সিয়ান এম বেলাল হোসাইন, জেলা ০৩ এর সদ্য নির্বাচিত ডিজি এপেক্সিয়ান সারোয়ার জামান চৌধুরী, সন্দ্বীপ ক্লাবের অতীত সভাপতি বর্তমান NIRD প্রার্থী এপেক্সিয়ান নজরুল ইসলাম।
সভায় প্রধান অতিথির বক্তব্যে, এপেক্সের মূল বিষয় বস্তুর ওপর ব্যাপক আলোচনা শেষে একজন মানুষ কিভাবে সু-নাগরিক হওয়া যায় জানিয়ে, দীর্ঘ আড়াই বছর পর ক্লাব সভাপতি ও ক্লাব সেক্রেটারির হাতে এপেক্স ক্লাব অব পেকুয়ার, ক্লাব রেজিষ্ট্রেশন পরবর্তী চ্যার্টার্ট সার্টিফিকেট প্রদান করেন। এসময় ক্লাব সদস্যদের মাঝে ব্যাপক আনন্দ বিরাজ করে।
সভায় অন্যনাদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টইটংয়ের সোনাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মহসীন, এপেক্স ক্লাব অব চকরিয়া সিটির ফাউন্ডার এন্ড চ্যার্টার্ট প্রেসিডেন্ট এপেক্সিয়ান আরাফাত চৌধুরী, এপেক্স ক্লাব অব চকরিয়া সিটির ফাস্ট প্রেসিডেন্ট এপেক্সিয়ান সালাহ উদ্দিন, এপেক্স ক্লাব অব মাতামুহুরি ইউসি'র ফাউন্ডার প্রেসিডেন্ট শহিদুল্লাহ্ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান এডভোকেট আশিকুল বশির নকীব, ওই সময় ক্লাব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান সাংবাদিক এম দিদারুল করিম, ক্লাব সম্প্রসারণ কর্মকর্তা এপেক্সিয়ান মাষ্টার নরুল আমিন, সিনিয়র সদস্য এপেক্সিয়ান সাংবাদিক রেজাউল করিম, এপেক্সিয়ান এডভোকেট হুমায়ুন কবির, এপেক্সিয়ান মাওলানা হাসান রব্বানী, এপেক্সিয়ান সাইফুল্লাহ বিন শরিফ, এপেক্সিয়ান আলী ওয়াছেদ মোহাম্মদ তাহের, এপেক্সিয়ান মোহাম্মদ ফখরুদ্দীন রাজি, এপেক্সিয়ান সাহাব উদ্দিন, এপেক্সিয়ান শাহিন সোলতানা, এপেক্সিয়ান পারভিন আকতার, এপেক্সিয়ান নরুন্নাহার নূরী সহ প্রমুখ।
সভা শেষে ক্লাবের উত্তরোত্তর সফলতা কামনা করে উপস্থিত সবাইকে স্বাগত জানান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান দিদারুল করিম।