নিজস্ব প্রতিনিধি, পেকুয়া- পেকুয়া স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর প্রথম রাউন্ডের শেষ খেলা ১৫ ফেব্রুয়ারী বিকাল ৩ টায় শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত খেলায় দুই শক্তিশালী দল মুখোমুখি হয় একদিকে মগনামা খেলোয়াড় সমিতির মুখোমুখি আরেক শক্তিশালীদল ফেনী ছাগল নাইয়া ফুটবল একাডেমি।
খেলায় দারুণ নৈপুণ্য দেখিয়েছে দুই দলই। উভয়দলের খেলোয়াড়দের আক্রমণ পাল্টা আক্রমণের ক্রীড়া নৈপুণ্য কানায় কানায় ভরপুর খেলার মাঠে দর্শকরা ভালোই উপভোগ করেছে। খেলার প্রথমার্ধে কোন দলই তাদের কাঙ্ক্ষিত গোল করতে পারেনি।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার ১৫ মিনিটের মাথায় মগনামা খেলােয়াড় সমিতির ১১ নং জার্সি পরিহিত খেলোয়াড় ‘মোহাম্মদ বাহর ” জোরালো শর্ট ফেনী ছাগলনাইয়া ফুটবল একাডেমির গোলপোস্টের জালে জড়ালে ১-০ গোলে এগিয়ে যায়। গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে ফেনী ছাগলনাইয়া ফুটবল একাডেমির খেলোয়াড়রা।
এ সময় মুহুর্মূহ আক্রমণ চালালেও শক্তিশালী পাল্টা আক্রমণ করে মগনামা খেলোয়াড় সমিতির খেলোয়াড়রা। আক্রমণ পাল্টা আক্রমনের মধ্যে দিয়ে ২২ মিনিটের মাথায় মগনামা খেলোয়াড় সমিতির ৬ নং জার্সি পরিহিত খেলোয়াড় তানভির ফেনী ছাগলনাইয়া ফুটবল একাডেমির গোলপোস্টে আরেকটি গোল ডুকিয়ে দিয়ে দলকে ২-০ গোলে এগিয়ে নিয়ে যায়। শেষ পর্যন্ত সেই কাংখিত গোল শোধ করতে পারে নাই ফেনী ছাগলনাইয়া ফুটবল একাডেমি। ফলে বিজয়ী হয় মগনামা খেলোয়াড় সমিতি। পরাজিত হয়েও দারুণ নৈপুণ্যের জন্যে ফেনীর ফয়সাল ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।
খেলায় সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ছফওয়ানুল করিম।
খেলার সার্বিক তত্ত্বাবধান করেন পেকুয়া স্পোর্টিং ক্লাবের সভাপতি জিয়াউদ্দিন জিয়া ও সাধারণ সম্পাদক আহসান হাবিব।