কক্সবাজারের পেকুয়ায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রথমবারের মতো উদ্বোধন হলো জিয়া পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য মরহুম আরাফাত রহমান কোকোর নামে “আরাফাত রহমান কোকো স্মৃতি পাঠাগার” এর যাত্রা।
গতকাল ০২ফেব্রুয়ারি (রবিবার) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের সবুজ বাজার অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজাখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাষ্টার আবু জাফর এম এ।উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুট।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন, প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া প্রেসক্লাবের সভাপতি ও পাক্ষিক পেকুয়ার সম্পাদক ছফওয়ানুল করিম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জনাব আবুল বশর বাবু, যুগ্ম আহবায়ক জিয়াউল হক জিয়া, ইউনিয়ন যুবদলের সভাপতি আব্বাস উদ্দিন, ওই সময় আরো উপস্থিত ছিলেন, সেচ্ছাসেবক দলের আহবায়ক আজিজুল হক, সদস্য সচিব আতিক হাসান, কৃষকদলের আহবায়ক এস.এম আমিন উল্লাহ, সদস্য সচিব তারেক, শ্রমিকদলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদাত হোসেন আরিয়ান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক মোহাম্মদ ইউনুছ, এডভোকেট কামরুল কবির আজাদ হিরু, হেফাজ উদ্দিন মুর্তজা, পাঠাগার সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাঈদুল ইসলাম চৌধুরী রোমান, সায়েদ মোহাম্মদ গোলাম মোস্তফা, মো. হুমায়ুন কবির, মোরশেদ, খোকন, মোহাম্মদ জিসান, নুরুল আজিম, মো. নবীর হোসাইন, মো. নেজাম উদ্দিন, আব্দুর রহমান সহ প্রমুখ।
এসময় আলোচনার অংশ হিসেবে বক্তারা উপকূলে আলো ছড়াতে পাঠাগারের বিকল্প নেই মর্মে প্রতিষ্ঠাতা ও সভাপতি হিসেবে তরুণ মেধাবী শিক্ষার্থী জাহেদুল ইসলাম রিফাতকে ধন্যবাদ জানিয়ে, আরাফাত রহমান কোকো স্মৃতি পাঠাগারের উত্তরোত্তর সফলতা কামনা করেন।