পেকুয়া প্রতিনিধি- পেকুয়ায় রাজাখালী আলভী-মনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলা রাজাখালী ইউপির ইমাম,খতিব,মুয়াজ্জিন ও রোজাদারদের মাঝে ঈদ উপহার ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে আলভী মঞ্জিল সংলগ্ন মাঠে এ ঈদ উপহার ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপজেলার রাজাখালী ইউপির বিভিন্ন
মসজিদের ইমাম,খতিব ও মুয়াজ্জিনসহ
প্রায় ৫ শতাধিক রোজাদার মানুষের মাঝে ঈদ উপহার ও ইফতার সামগ্রী তুলে দেন অতিথিরা।
ঈদ উপহার ও ইফতার সামগ্রী বিতরণপূর্বক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন আলভী-মনোয়ারা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলী জাফর সাদেক।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুঁইছড়ি ইসলামীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোছাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজাখালী বি ইউ আই কামিল (মাস্টার্স) মাদ্রাসার আরবী প্রভাষক ও ইত্তেহাদুল ওলামা ওয়াল মুসলিমীন রাজাখালী ইউপির সভাপতি মাওলানা শফিকুর রহমান,রাজাখালী বি ইউ আই কামিল (মাস্টার্স) মাদ্রাসার সহকারী অধ্যাপক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান মঞ্জু, বাংলাদেশ জামায়াত ইসলামী রাজাখালী ইউপির আমীর মাষ্টার শওকত আলম, আলভী-মনোয়ারা ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা আলী মুরশেদ,এডভোকেট হুমায়ুন কবির, মাহফুজ বিন গোলাম রহমান, ইউপি সদস্য নুরুল আলম, মোস্তাক আহমেদ,সায়েম ও আরমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানা যায়, ফাউন্ডেশনটি প্রতিবছরের ন্যায় এ বছরও উপজেলার রাজাখালী ইউপির বিভিন্ন স্তরের মানুষের কথা বিবেচনা করে বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও মুয়াজ্জিনসহ রোজাদার মানুষের মাঝে ঈদ উপহার ও ইফতার সামগ্রী বিতরণসহ বিভিন্ন আর্ত মানবতার সেবায় কাজ করেন।