• বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০২:০৮ পূর্বাহ্ন

পেকুয়ায় ইউপি সদস্যের উদ্যোগে বেড়িবাঁধ সংস্কার শুরু

পেকুয়া প্রতিনিধিঃ / ১০৯ Time View
Update : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের পূর্ব মেহেরনামা পয়েন্টে বেড়িবাঁধ সংস্কারের উদ্যোগ নিয়েছেন স্থানীয় ইউপি সদস্য শাহেদুল ইসলাম।

সরজমিনে গিয়ে দেখা যায় পেকুয়া সদর ইউনিয়নের পূর্ব মেহেরনামা সাকুরপাড় এলাকা থেকে মাতামুহুরি বেড়িবাঁধ সংস্কারের জন্যে প্লাট সলিনের ইট গুলো প্রায় নষ্ট হয়ে গেছে। বেড়িবাঁধটি দীর্ঘদিন ধরে অরক্ষিত। প্রতি বর্ষা মৌসুমে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয় মেহেরনামাসহ পেকুয়া সদর ইউনিয়ন৷ অবশেষে বেড়িবাঁধটি সংস্কার কাজ শুরু হওয়ায় আনন্দিত স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় ইউপি সদস্য শাহেদুল ইসলাম বলেন, বেড়িবাঁধটি মাটি দ্বারা সংস্কার করার জন্যে পানি উন্নয়ন বোর্ড বরাদ্ধ দিলেও এখনো কাজ শুরু হয়নি।

মাটি দ্বারা বেড়িবাঁধ সংস্কার করা হলেও ইট বসানো না হলে জনসাধারণের চলাচলে অসুবিধা হবে তাই ইট গুলো নিজ উদ্যোগে এলাকাবাসীর সহযোগিতায় তুলে নিচ্ছি।

ইউনিয়ন পরিষদের বরাদ্ধ থেকে আগেও ইট বসানো হয়েছিল কিন্ত এই ইটগুলো নস্ট হলে নতুন বরাদ্দ পাওয়া সময় সাপেক্ষ হবে। তাই ইটগুলো যেন নস্ট না হয় আমি স্থানীয়দের সহয়তায় এগুলো নিরাপদে সংরক্ষণ করছি।

মেহের নামা সাকুরপাড় এলাকার বাসিন্দা
সাহাবউদ্দিন, আজিজুল হক, গুরামিয়া সহ শতাধিক লোক স্থানীয় সাংবাদিকদের বলেন, পেকুয়া সদরের পূর্ব মেহেরনামা পয়েন্টে টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্যে ও দখল হওয়া খাল উদ্ধারের জন্যে ইউপি সদস্য তাদের সাথে নিয়ে কাজ করে যাচ্ছেন। তারা ইউপি সদস্যকে ধন্যবাদ জানান।

এদিকে সম্প্রতি একটি মহল ইউপি সদস্য শাহেদুল ইসলামকে একটি মিথ্যা মামলায় জড়িয়েছে বলে অভিযোগ তুলেন স্থানীয়রা।এসময় তারা এটির নিন্দা জানান এবং অবিলম্বে তাকে মামলা থেকে অব্যহতি দেয়ার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd