• সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ০৪:২৫ অপরাহ্ন

পেকুয়ায় এনজিও সংস্থা রিক প্রতিনিধির সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাক্ষাৎ

বাহার উদ্দিন, পেকুয়াঃ / ২০৯ Time View
Update : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

বাহার উদ্দিন, পেকুয়াঃ কক্সবাজারের পেকুয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হোসেন চৌধুরীর সাথে সাক্ষাৎ করেছেন এনজিও সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর প্রতিনিধি দল।

রবিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তারা এই সাক্ষাৎ করেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে রিক এর নানান প্রকল্পের অগ্রগতির বিষয়ে তুলে ধরা হয়।

এসময় রিক এর প্রজেক্ট কোর্ডিনেটর রুহুল কুদ্দুস, প্রজেক্ট ইঞ্জিনিয়ার আহনাফ তাহমিদ, কন্সট্রাকশন সুপারভাইজার হোসনে মোবারক আরমান উপস্থিত ছিলেন।

রিক সুত্রে জানাযায়, পেকুয়া উপজেলার লোকাল কমিটির আর্থসামাজিক উন্নয়নের লক্ষে এনজিও সংস্থা রিক পেকুয়া উপজেলার দুটি ইউনিয়নে রাস্তা সংস্কার ও খাল খনন ও পুকুর খনন কর্মসূচি বাস্তবায়ন করছে।

রিক সুত্রে জানা যায়, ডব্লিউ এফ পি’র সহযোগিতায় রিক এর বাস্তবায়নে মগনামার দুই নং ওয়ার্ডের সাইক্লোন শ্লেল্টার সংলগ্ন ১৭৭০ফিট এইচবিবি রোড, তিন নং ওয়ার্ডের রশিদিয়া মাদরাসা সংলগ্ন ১৭০০ ফিট এইচবিবি রোড, এবং তিন নং ওয়ার্ড মাঝির বিল ১১৫০ ফিট ইরিগেশন ড্রেইন নির্মাণ কাজ চলমান আছে।

এই ছাড়াও শিলখালী ১ নং ওয়ার্ডে ২ হাজার স্কয়ার ফিট পুকুর খনন, ৩ নং ওয়ার্ড কাছারিমোড়া টু বারবাকিয়া সংযোগ সড়ক, ২৮০০ ফিট বিএফএস ও ৭০০ফিট খাল খনন, চার নং ওয়ার্ড মাঝের ঘোনায় ১৮৫০ ফিট নালা খনন, একই এলাকায়১১০০ ফিট এফএস সড়ক ও ৬৫০ ফিট ইরিগেশন ড্রেইন নির্মাণ কাজ চলমান রয়েছে।

এদিকে স্থানীয় পরিবেশবাদী ও গণমানুষের দাবির প্রেক্ষিতে পেকুয়ার অন্যতম কহলখালী খাল খনন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে রিক কাজ করে যাচ্ছে বলে জানান রিক এর প্রজেক্ট কোর্ডিনেটর রুহুল কুদ্দুস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd