নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজারের পেকুয়ায় আক্তার হোসেন (৩৫) নামের এক ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেপ্তার করেছে পেকুয়া থানা পুলিশ। তিনি টইটং ইউনিয়নের পূর্ব সোনাইছড়ি গ্রামের মৃত আবদুল জলিলের পুত্র ও টইটং ইউনিয়নে ০৫ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক ।
পেকুয়া থানার এএসআই রতন জানান, রবিবার (২৭ অক্টোবর) দুপুর ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া থানার এস, আই মহিউদ্দিন, এএসআই রতনসহ সঙ্গীয় ফোর্স টইটং ইউনিয়নের হাজী বাজার এলাকায় অভিযান চালিয়ে ওই আসামীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী ভূমি অপরাধ ও প্রতিরোধ আইনের সিআর ২৮৪/২৪ এর ওয়ারেন্টভূক্ত আসামী।
গ্রেপ্তারের পর ওই আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।