কক্সবাজারের পেকুয়ায় উপজেলা যুবদলের সহ সভাপতি, সাবেক ইউপি সদস্য শাহাদাত হোসেন চৌধুরীর সমর্থনে সড়কে মিছিল হয়েছে। পেকুয়ায় আলোচিত মাস্টার আরিফ হত্যা মামলায় শাহাদাত হোসেনকে আসামি করা হয়। ওই মামলায় তিনি উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েছেন।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে তাকে বরণ করা হয়। এসময় বিএনপি,যুবদল, দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনসহ সর্বস্তরের লোকজন তাকে ফুল দিয়ে সংবর্ধিত করে। পরে জামিনে মুক্তিপ্রাপ্ত যুবদলের টইটংয়ের জৈষ্ঠ নেতা শাহাদাত হোসেনকে নিয়ে সড়কে মিছিল হয়েছে। দলটির সর্বস্তরের নেতাকর্মীরা তাকে অভ্যর্থণা জানাতে এবিসি সড়কের সীমান্তবর্তী ব্রীজ সংলগ্ন এলাকায় গিয়ে জড়ো হন।
এসময় মোটর শোভাযাত্রা সহকারে সড়ক প্রদক্ষিনসহ তাকে নিয়ে মিছিল হয়েছে। মিছিলকারীরা শাহাদাত হোসেন চৌধুরীকে ওই মামলায় নির্দোষ দাবী করে তার বিরুদ্ধে আনীত অভিযোগ ও মাস্টার আরিফ হত্যা মামলা থেকে অব্যাহতি দেওয়ার জোরালো দাবী করেন। এসময় উৎফুল্ল শতশত নেতাকর্মী টইটংয়ের মাটি শাহাদাত মেম্বারের ঘাটি, এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে, জিয়া তুমি আছ মিশে, সারা বাংলার ধানের শীষে, কক্সবাজারের মাটি প্রিয় নেতা সালাহ উদ্দিন আহমদের ঘাটি শ্লোগানে মুখরিত করে।
এ ব্যাপারে সাবেক ইউপি সদস্য ও যুবদল নেতা শাহাদাত হোসেন চৌধুরী বলেন, সকল ষড়যন্ত্র এই টইটংয়ের মানুষ প্রতিহত করেছে। মামলা দিয়ে আমার এ অগ্রযাত্রা ইনশাআল্লাহ থামানো যাবেনা। এর আগেও আমাকে নিয়ে মিথ্যা মামলা হয়েছে। তবে কোন অপশক্তি দমিয়ে রাখতে পারেনি। আল্লাহ সহায় থাকলে কিছুই করতে পারবেনা। জনগন আমার শক্তি।