কৃষি জমিতে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজারের পেকুয়ায় ২০২৪-২৫ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৫ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে হাইব্রিড বীজ ও উফশী বোরো বীজ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ ডিসেম্বর ) সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে এ বীজ বিতরণ কর্মসূচীর আয়োজন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রাসেল এর সভাপতিত্বে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী ।
এতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা অধ্যাপক নুরুজ্জামান মঞ্জু,সহকারী কৃষি কর্মকর্তা সবুজ কান্তি ধর, উজানটিয়া ইউনিয়ন মৎস্যজীবী সমিতি নেতা এম আজম উদ্দিন, উপ-কৃষি কর্মকর্তা, সুবিধা ভোগী প্রান্তিক কৃষকগণসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
২০২৪-২৫ অর্থবছরে কৃষি পূর্ণবাসন ও প্রণোদনা কর্মসূচীর আওতায় উফশী সবজি, হাইব্রিড সবজি,সরিষাসহ শীতকালীন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ৫ হাজার ২ শত জন কৃষকের মাঝে বিনামূল্যে এসব বীজ বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রাসেল বলেন, বর্তমান সরকার কৃষিতে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে সার বীজ কৃষি কাজে ব্যবহৃত যন্ত্রপাতিসহ অর্থ সহায়তা দিয়ে আসছে, তারই ধারাবাহিকতায় ২০২৪-২৫ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় প্রান্তিক ৫ হাজার ২ শত কৃষকদের মাঝে জনপ্রতি ৫ কেজি বীজ ১০ কেজি ড্যাপ, ১০ কেজি ম্যাপ বিনামূল্যে বিতরণ করা হয়। তিনি বলেন আগামীতে এ ধরনের কার্যক্রম অব্যহত থাকবে বলেন জানান।