কক্সবাজারের পেকুয়ায় রাতের আঁধারে বারবাকিয়া রাজাখালী সংযোগ সেতুর নির্মাণ সামগ্রী চুরি করে নিয়ে যাবার সময় গাড়িসহ চোরাই রড় ধরে পেকুয়া থানায় বুঝিয়ে দিলেন উপজেলা ছাত্রদলের সভাপতি এম ফরহাদ হোসাইন।
রোববার (২৭ অক্টোবর) রাত দশটার দিকে বারবাকিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন এলাকা থেকে ১টি নসিমন গাড়িসহ ৬ সুতা ৮৬ পিস রড় থানা হেফাজতে বুঝিয়ে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করেন ওই ছাত্রদল নেতাসহ অনেকেই।
এবিষয়ে জানতে উপজেলা ছাত্রদল সভাপতি এম ফরহাদ হোসাইন জানান, সম্প্রতি বারবাকিয়া টু রাজাখালী ইউনিয়নের সংযোগ সেতুর প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় কার্যক্রম বন্ধে সেখানকার রড় গুলো রাতের আঁধারে কে বা কাহারা নিয়ে যাচ্ছিল। এমন খবর পেয়ে বারবাকিয়া কামিল মাদ্রাসা এলাকা থেকে গাড়িসহ রড় গুলো উদ্ধার করে পেকুয়া থানায় হস্তান্তর করি।
তিনি আরো জানান, দায়িত্বরত ডিউটি অফিসারের জিম্মায় মালামাল গুলো বুঝিয়ে দেওয়ার সময় উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এরশাদ সহ অনেকেই উপস্থিত ছিলেন। পরবর্তীতে কাগজপত্র পর্যালোচনা করে থানা থেকে গাড়িসহ মালামাল গুলো দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সুমনের কাছে হস্তান্তর করা হয়।
এ প্রসঙ্গে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, থানার জিম্মায় নেওয়া মালামাল গুলো গতকাল ওরিয়ন গ্রুপের এক কর্মচারীর কাছে হস্তান্তর করা হয়েছে। মূলত এটা একটা ভুল বুঝাবুঝি হয়েছিল, রাতেই যখন মালামাল গুলো নিয়ে যাচ্ছিলেন ওরিয়ন গ্রুপের কর্মচারীরা তখন ছাত্রদল সভাপতি মালামাল গুলো উদ্ধার করে থানা নিয়ে আসে।